২০ তে পা দি’লেন শাহরুখ খান কন্যা সুহানা খান (suhana khan)। আজ, ২২ মে সুহানার জ’ন্ম’দিন (birthday)।তাঁর জ’ন্ম’দিন উপলক্ষে পরিবারের স’ঙ্গে সুহানার কয়েকটি সেরা ছবি দেখে নিন চট করে। শাহরুখ ও গৌরির দ্বিতীয় সন্তান তিনি। আরিয়ান তাঁর দাদা ও ভাই আব্রাম। ২০০০ সালের ২২ মে শাহরুখ ও গৌরির পরিবারে আসেন সুহানা।বলিউডে তারকা সন্তানদের মধ্যে অন্যতম হলেন শাহরুখ খান কন্যা সুহানা খান। এখনও পর্যন্ত অ’ভিনয় জগতে পা রাখেননি তিনি।
প’ড়াশোনা ক’রছেন আ’মেরিকায়। তবে সেখানে কলেজে’র নাট’কে তাঁর অংশগ্রহণের ছবি প্র’কাশ্যে এসেছে।এখন লকডাউন চলায় মা’র্কিন যু’ক্তরাষ্ট্র থেকে ভা’রতে চলে এসেছেন সুহানা। পরিবারের স’ঙ্গে ই সময় কাটছে তাঁর। বাড়িতে বসেও ফটোশুট করছেন তিনি। তবে লকডাউন চলায় ২০ বছরের জ’ন্ম’দিন তেমন ধুমধাম করে পা’লন ক’রতে পারবেন না সুহানা।স’ম্প্রতি একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে কাজ ক’রেছেন সুহানা।
তাঁ’র অ’ভিনয় দেখে প্রশংসা ক’রেছেন ব’ন্ধু থেকে অনুরাগী সকলেই। এর আগে সুহানার বলিউডে প্রবেশ নিয়ে শাহরুখ জা’নান, সুহানা তাঁর থেকে পাঁচগুণ বেশি কাজ করে দশ গুন কম পারিশ্রমিক পেতে পারেন। কারন ইন্ডাস্ট্রিতে অ’ভিনেত্রীদের জায়গাটা এমনই। তিনি চান সুহানা সেই পরিশ্রমটা দেখুক।
অ’পরদিকে সু’হানা জা’নান, ছোট থেকেই তিনি বুঝে গিয়েছিলেন তাঁর বাবা একজন তারকা। ছোটবেলায় শাহরুখ তাঁকে স্কুলে ছাড়তে আ’সলে সকলেই তাকিয়ে দেখত। শাহরুখ তাঁকে আলি’ঙ্গন ক’রতে চাইলে সুহানা বা’ধা দিতেন কারন তিনি।