তি’ন স’ন্তান নি’য়ে তার সংসার বলিউডের আলোচিত তারকা সানি লিওনের। ক্যারিয়ার ও সংসার দুটির প্রতি সমান মনোযোগী তিনি। নিশাকে দত্তক নিয়েছেন মহারাষ্ট্রের লাতুর থেকে।নিশার পর সানি লিওনের জীবনে আসে নোয়া এবং এশার। তাই আপাতত স্বামী এবং ৩ সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন সানি।
কি’ন্তু নি’শা, নো’য়া এবং এশারের ওপর পাপারাজ্জির অত্যাধিক নজরদারিকে একেবারেই নাকি ভালভাবে নিচ্ছেন না বলিউড অভিনেত্রী।তিনি জানান, নিশা, নোয়া এবং এশারকে নিয়ে যখন বাইরে বের হন, সেই সময় তাদের ওপর বেশি ক্যামেরার ফ্ল্যাশ পড়লে তিনি বিরক্ত হয়ে যান।এদিকে বর্তমানে দুটি টেলিভিশন শো-এর শুটিং নিয়ে ব্যস্ত সানি লিওন।
টে’লিভিশন শো-এ’র পা’শাপাশি পরবর্তী সিনেমার কাজও শুরুতবে নিজের প্রযোজনা সংস্থার সঙ্গেই পরবর্তী সিনেমার শুটিং শুরু করেছেন বলে জানান সানি। করেছেন বলিউডের এই অভিনেত্রী।জানা গেছে, ‘ভিরামাদেবী’ ছবিটি তামিল, তেলেগু, কান্নাডা, মালয়ালাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে। গত বুধবার শুরু হয়েছে ছবিটির শুটিং।
ছ’বির না’ম ভূমিকায় অভিনয় করছেন সানি লিওন।এদিকে বর্তমানে দুটি টেলিভিশনপ্রতিবেদনে বলা হয়, ছবিতে যোদ্ধা রাজকুমারীর চরিত্রে দেখা যাবে সানি লিওনকে। ছবিতে অভিনয় করার জন্য সানি লিওন তলোয়ার চালনা এবং অশ্ব চালনায় প্রশিক্ষণ নিয়েছেন।এ প্রসঙ্গে সানি বলেন, আমি আমার অভিনয়ের ক্ষেত্রে সব সময় শতভাগ দিতে চাই। নতুন ছবিটির জন্য আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো।
ই’তোমধ্যে টি’মের সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে।এদিকে বর্তমানে দুটি টেলিভিশন শো-এর শুটিং নিয়ে ব্যস্ত সানি লিওন। টেলিভিশন শো-এর পাশাপাশি পরবর্তী সিনেমার কাজও শুরু করেছেন বলিউডের এই অভিনেত্রী।
জা’না গে’ছে, ‘ভিরামাদেবী’ ছবিটি তামিল, তেলেগু, কান্নাডা, মালয়ালাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে। গত বুধবার শুরু হয়েছে ছবিটির শুটিং। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন সানি লিওন। এদিকে বর্তমানে দুটি টেলিভিশন