গেল’ সা’তদিনেই ১০ হাজার মানুষের দেহে ক’রোনাভা’ইরাসে শনাক্ত হয়েছে। রো’গীর এই চা’প সামলাতে হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
এ’মনকি রো’গীকে ছা’ড়পত্র দেয়ার ক্ষেত্রেও বিশেষ পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন তারা। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় পদক্ষেপ নেয়ার আশ্বাস স্বাস্থ্য অধিদফতরের।কোভিড নাইন্টিনে আ’ক্রান্তের সংখ্যা এখন বাড়ছে হু হু করে।
৮ মা’র্চ প্রথ’ম শ’নাক্তের সংক্রমিতের সংখ্যা ১০ হাজার পৌঁছাতে সময় লেগেছে ২৮ দিন। দ্বিতীয় দশ হাজার হয়েছে ১১ দিনে আর তৃতীয় দশ হাজার রো’গী মিলেছে সাত দিনেই।
এ’রই ম’ধ্যে বিধিনিষেধ শিথিল হয়ে আসা ইঙ্গিত দিচ্ছে রো’গীর চা’প আরো বাড়ার।
এ’ই অ’বস্থায় হা’সপাতাল ব্যবস্থাপনা সবচেয়ে জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন, সবার আগে নিশ্চিত করতে হবে সাধ্যের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শয্যা। প্রতিটি হাসপাতালেই থাকতে হবে কোভিড চিকিৎসা সক্ষমতা।
আ’র নি’শ্চিত ক’রতে হবে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ।ডা. রাইয়িক রিদওয়ান বলেন, আমার মতে, একটা প্রটোকল তৈরি করা দরকার ছেড়ে দেয়ার সময় ২৪ ঘণ্টায় দুটো গ্যাপে নেগেটিভ আসলে ছাড়ছে। এতে রো’গী আরো ৩-৪ দিন হাসপাতালে থাকছে। উপসর্গ ঠিক হলেই ছেড়ে দিতে হবে।
এ’দিকে প’রিস্থিতি বি’বেচনায় সময়োপযোগী পরিকল্পনা সাজানোর দাবি স্বাস্থ্য ম’ন্ত্রণালয়ের।স্বাস্থ্য ম’ন্ত্রণালয়ের অতিরিক্ত স’চিব হাবিবুর রহমান বলেন, জে’লা স্বাস্থ্যতেও ব্যবস্থা করা হবে।
এ’ভাবে অ’নেক হাসপাতালে ক’রোনা রো’গীদের জন্য ব্যবস্থা করা হবে।এই মুহূর্তে দেশে ক’রোনা শনাক্তের হার প্রায় বিশ শতাংশ।