ক’রোনাভা’ইরাসেের কারণে স্থগিত হয়ে যাওয়া স্প্যা’নিশ শী’র্ষ ফুটবল লিগ লা লিগা আবারও মাঠে গড়াবে আগামী ৮ জুন থেকে। এমনটিই জানিয়েছেন, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।ধারণা করা হচ্ছে, সেভিয়া ও রিয়াল বেটিসের মধ্যকার ডার্বি দিয়ে মাঠে প্রত্যাবর্তন হচ্ছে লা লিগার। তবে ক’ঠোর স্বাস্থ্যবিধি মেনে খেলা হবে দর্শক শূন্য স্টেডিয়ামে।
লা লি’গা প্রে’সিডেন্ট এর আগে বলেছিলেন, দেশের শীর্ষ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে পারে ১২ জুন থেকে। কিন্তু লা লিগা কর্তৃপক্ষ এখনও পর্যন্ত চূড়ান্ত দিন-তারিখ এখনও নিশ্চিত করেনি।
প্র’সঙ্গত, ক’রোনাভা’ইরাসে ম’হামা’রীর কারণে স্পেনে সব ধরনের ফুটবল খেলা বন্ধ হয়ে যায় ১২ মার্চ থেকে। চলতি মাসের শুরুর দিকে ক’রোনাভা’ইরাসে পরীক্ষা শেষে ফুটবলাররা ব্যক্তি অনুশীলন শুরু করেন।