ক’রোনা চি’কিৎসায় শুরু থেকেই নানা ওষুধ ছিল আলোচনায়। বি’শ্বের বহু দেশ পরীক্ষামূলকভাবে বিভিন্ন ওষুধ ব্যবহার করছে এ রোগে আক্রান্ত রোগীদের সারিয়ে তুলতে।
স’ম্প্রতি অ্যা’ভিফির নামক একটি ওষুধের অনুমোদন দি’য়েছে রা’শিয়া।দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, করোনা চিকিৎসায় গেম চেঞ্জারের ভূমিকা পা’লন কর’তে পারে এই ওষুধ।
যুক্তরাজ্যের সং’বাদমাধ্যম ডে’ইলি মেইল জানাচ্ছে, রাশিয়ার স্বা’স্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ রোগের চিকিৎসায় অ্যা’ভিফ্যাভির ব্যবহারের অনুমতি দিয়েছে।
প্রথম ধাপের ক্লি’নিক্যাল ট্র্যা’য়ালে প্রত্যাশিত ফলাফল পাওয়ার পরই এটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।অ্যা’ভিফ্যাভির হচ্ছে ফ্যাভিপিরাভিরের প’রিবর্তিত সংস্করণ। ফ্যা’ভিপিরাভির জাপা’নে ফ্লুর চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
আর এ’টিকে সং’স্কারের মাধ্যমে অ্যাভিফ্যাভির তৈরি করেছে রাশিয়া। যা তৈরি করা হয়েছে বিশেষ করে কো’ভিড-১৯ রোগে আক্রান্তদের চিকিৎসার ‘জন্য।দাবি করা হচ্ছে, ‘এটি কোভিড-১৯ এর বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষেধক।’
রাশিয়ান ডি’রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আ’রডিআইএফ) ও’ষুধটি রাশিয়ান ফার্মাসিটিক্যাল ফার্ম চে’মরারের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে।আরডিআইএফ প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেন, ওষুধটির ক্লি’নিক্যাল টেস্টে খুবই ভালো ফল পাওয়া গেছে।
ও’ষুধটি ব্য’বহারের চা’রদিন পর ৬৫ শতাংশ রোগীর শরীরেই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপে বর্তমানে ৩৩০ জন রোগীর ওপর প্র’য়োগ করা হচ্ছে ওষুধটি।কিরিল দি’মিত্রিয়েভ বলেন, আমরা বিশ্বাস করি, এটা গেম চেঞ্জার হতে যাচ্ছে।
এটা স্বা’স্থ্য ব্য’বস্থার ওপর চাপ কমাবে। এ ওষুধ দিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রাশিয়ার রোগীদের চিকিৎসা শুরু হবে ১১ জুন থেকে।ওয়ার্ল্ডওমিটারের হিসেবে, রা’শিয়ায় ক’রোনার প্রবল সংক্রমণ হচ্ছে। এখন পর্যন্ত ৪ লা’খ ১৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার দু’পুর ১টা পর্যন্ত পর্যন্ত মৃতের সংখ্যা ৪ হাজার ৮৫৫। ম’স্কোতেই স’র্বাধিক সং’ক্রমণ। করোনা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে রাশিয়া প্রথম ১০টি দেশের একটি।