ক’রোনা মা’নুষকে চিনিয়েছে কে কার আপন, কে কার পর।
তা’ইতো ক’রোনা আ’ক্রান্ত হওয়ায় নিজের পরিবার এমনকি গ্রামেও ঠাঁই নয়নি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক’রোনা আ’ক্রান্ত দম্পতি ইমন ও শামীমার।
নি’জ গ্রা’মে জায়গা না হওয়ায় আশ্রয় নিতে হয়েছে পাশের ইউনিয়নের একটি পরিত্যক্ত মুরগী খামারে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুরে হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে।
জা’না যায়, গা’জীপুর থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজেদের বাড়িতে যান ইমন।
স্ব’জনরা তা’দের বাড়িতে উঠতে দেননি। এমনকি গ্রামবাসী মিলে গ্রাম থেকে তাড়িয়ে দেন তাদের।