কো’ন হিফজ খা’নায় না গিয়ে মাত্র আড়াই বছরে মায়ের মুখে শুনে শুনে পবিত্র কুরআন মুখস্ত করে ফে’লেছে।
আ’মেরিকার নিউজার্সিতে অবস্থান করেও মু’সলিম ও ইস’লামিক কালচার থেকে সট’কে পড়েনি এই ছোট হাফেজা।
বাং’লাদেশের বগুড়ায় তার গ্রামের বাড়ি।বাংলাদেশী বং’শোদ্ভূত।
ই’উটিউবে র’য়েছে তার নিজস্ব চ্যানেল।১ মিলিয়ন এর উপরে সাবস্ক্রাইবার।ইউটিউবে রয়েছে তার নিজস্ব চ্যানেল।
১ মি’লিয়ন এর উপরে সাবস্ক্রাইবার।রয়েছে নিজের নামে ভে’রিফায়েড ফেসবুক পেইজ।সারা পৃথিবী জুড়ে পিতৃ মা’তৃ হীন শি’শুদের নিয়ে কাজ করা আমেরিকান সংস্থা “ইস’লামিক রিলিফ ইউ এস এ” এর দূত।
ই’তিমধ্যেই সে সিরিয়ান ও ইয়েমেনের শি’শুদের জন্য ২৫০০০ ডঃলার সংগ্রহ করেছে। যা কিনা বাংলাদেশী টাকায় ২৮০০০০০/-(আটাশ লক্ষ) টাক।টাকাতার সেই সৌভাগ্যবান বাবা “মাসুদুর রহমান” যিনি আমেরিকায় একটি সফটওয়্যার কম্পানিতে কাজ করছে।
এ’কটা শি’শুকে তার বাবা মা ই পারে আদর্শিকভাবে গড়ে তুলতে। চাই একটু পরিশ্রম, সুস্থ কৌশল ও সদিচ্ছা।