চ’লমান ক’রোনা পরিস্থিতিতে ৬০ শতাংশ ভাড়া বৃ’দ্ধির প্রজ্ঞাপন স্থ’গিত চেয়ে আইনি নোটিশ পা’ঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।
অ’ন্যথায় উ’চ্চ আ’দালতে এ বি’ষয়ে পদক্ষেপ নেওয়া হবে।আজ সোমবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন সড়ক পরিবহন ও সেতু স’চিব এবং বিআরটিএর চে’য়ারম্যানকে পদক্ষেপ নিতে ই-মেইলযোগে নোটিশ পাঠান।
নো’টিশে বলা হয়, “যেহেতু বৈশ্বিক ম’হামা’রি ক’রোনাভা’ইরাসেের ভয়াল থাবায় আমাদের জনজীবন বি’পর্যস্ত হয়ে পড়েছে এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষ অ’ধিকাংশ ক্ষেত্রে কর্মহীন হয়ে বে’কার ও মানবেতর জীবনযাপন করছে।
যে’হেতু স’রকার সাধ্যের সবটুকু দিয়ে অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষকে সাহায্য-সহযোগিতা করছে এবং বিভিন্ন সে’ক্টরে যারা ক্ষ’তিগ্রস্ত হয়েছে, তাদের নগদ আর্থিক প্রণোদনা ঘোষণা করে জাতীয় অর্থনীতিকে সচল রাখার জন্য সর্বোচ্চ অ’গ্রাধিকার দিয়ে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।
যেহেতু অ’দ্য আ’মরা হঠাৎই লক্ষ করলাম স’রকারের জাতীয় সড়ক ও মহাসড়ক বিভাগ রোড ট্রান্সপোর্ট অথরিটি বাস-মিনিবাসের ক্ষেত্রে ৬০% ভাড়া বৃ’দ্ধি করে প্র’জ্ঞাপন জারি করেছে, যা ক’রোনায় অসহায় দু’র্দশাগ্রস্ত মানুষকে আরো বেশি বি’পর্যস্ত ও হতাশাগ্রস্ত করেছে।
যেহেতু ব’র্তমান বি’শ্ববাজারে তেলের দাম ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁ’ছেছে এবং পৃ’থিবীর বিভিন্ন দেশ স্বল্পমূল্যে উক্ত তেল ক্রয় করে সংরক্ষণ করে তাদের জাতীয় অর্থনীতিকে সচল রাখার জন্য এবং ক্ষ’তিগ্রস্ত মা’নুষের দ্র’ব্যমূল্য ও জীবনযাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।
যেহেতু সা’ধারণত তে’লের মূল্যবৃ’দ্ধির ও’পর বাস ভাড়া কমবেশি নির্ভর করে, সে ক্ষেত্রে যেহেতু বর্তমান বিশ্ববাজারে ইতিহাসে সর্বনিম্ন তেলের দাম পৌঁ’ছেছে, সে’হেতু অতিরিক্ত ভাড়া বৃ’দ্ধি না করে বি’শ্ববাজার থেকে কম মূল্যে তেল সংগ্রহ করে বিকল্প পন্থায় বাস মালিকদের যে বর্ধিত চাহিদা উদ্ভূত পরিস্থিতির কারণে তৈরি হয়েছে, তা সমন্বয় করার জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
সে’হেতু অ’দ্য অ’ত্র নো’টিশ প্রদানের মাধ্যমে আপনাকে জানানো যাইতেছে যে অত্র নোটিশপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে জারীকৃত প্রজ্ঞাপন স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, অন্যথায় বৃহত্তর জনগণের স্বার্থে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”