সোমবার , ১ জুন ২০২০ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অনিয়ম ও দূর্ণীতি
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আপডেট
  7. আরো
  8. ইসলাম
  9. এক্সক্লোসিভ
  10. কিশোরগঞ্জ
  11. কৃষি
  12. খুলনা বিভাগ
  13. খেলাধুলা
  14. গাজীপুর
  15. গাজীপুর জেলা

চাঞ্চল্যকর তথ্য; যেভাবে এস আলমের পুরো পরিবার ক’রোনায় আক্রান্ত।

প্রতিবেদক
aasohan
জুন ১, ২০২০ ৪:০৭ পূর্বাহ্ণ

দেbশের শী’র্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পরিবারের আরও এক সদস্য প্রা’ণঘাতি ক’রোনায় আ’ক্রান্ত হয়েছেন।

তিনি ক’রোনায় প্রা’ণ হা’রানো মোরশেদুল আলমের পুত্রবধূ ইশফাক আরা জাহান রাফিকা।

রাফিকা মৃ’ত মোরশেদুল আলমের ছেলে মাহমুদুল আলম আকিবের স্ত্রী ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সং’সদ সদস্য দিদারুল আলমের মেয়ে। বৃহস্পতিবার (২৮ মে) রাতে রাফিকার ক’রোনা শনাক্ত হয়।

এর আbগে গত ২২ মে চbট্টগ্রাম জেনারেল হাসপাতালে ক’রোনায় আ’ক্রান্ত হয়ে মা’রা যান এস আলম গ্রুপের চেয়ারম্যানের বড় ভাই মোরশেদুল আলম।

এছাড়া ভাই’রাসটিতে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা-ছেলে, ভাই-ভাবিসহ পরিবারের আট সদস্য আ’ক্রান্ত হন।চট্টগ্রামের এলিট সোসাইটির এ পরিবারে কিভাবে করোনায় সংক্রমিত হলো এ নিয়ে শুরু থেকেই নানা কথা শোনা যাচ্ছিল।

তবে এবা’র জা’না গেছে চাঞ্চল্যকর তথ্য।জানা গেছে, চলতি মে মাসের প্রথম সপ্তাহে দেশজুড়ে যখন লকডাউন চ’লছিল, তখন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মেয়ে জেবা জামান চৌধুরীর সঙ্গে এস আলম পরিবারের আরেক স’ন্তান ও ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবুর ছেলে আতিকুল আলমের বাগদান সম্পন্ন হয়।

স’রকারি নি’র্দেশনার কারণে আলোচিত এ বাগদান অনুষ্ঠানের কথা সাধারণ মানুষ না জানলেও আনু্ষ্ঠানিকতার কমতি ছিল না।

ন’গরের সার্সন রোডে মন্ত্রীর বাসভবনে ঘরোয়া এ বাগদান অনুষ্ঠানে দুই পরিবারের অর্ধশতাধিক লোকের আপ্যায়নের ব্যবস্থাও ছিল।

এস আ’লম গ্রু’পের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এবং তার পরিবারের সবাই চট্টগ্রামের ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ দরবারের পীর মাওলানা কুতুব উদ্দিনের ভক্ত ও অনুসারী। এস আলম পরিবারের সদস্যরা যে কোনো শুভ কাজে পীর মাওলানা কুতুব উদ্দিনের দোয়া নিতেন।

তা’দের  ন’মুনা পরীক্ষায় এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং অপর পরিচালকের নমুনা নেগেটিভ এসেছে। তারা ক’রোনা মুক্ত হিসেবে আজ বা আগামীকালের মধ্যে ছাড়পত্র পেতে পারেন। তবে চেয়ারম্যানের মাসহ আরও দুই ভাই এখনও চিকিৎসাধীন।

পা’রিবারিক স’ব অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতেন। বাগদানের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন বায়তুশ শরফের পীর মাওলানা শাহ কুতুব উদ্দিন। তিনি মোনাজাতের মাধ্যমে বর-কনের দাম্পত্য জীবনে শান্তি কামনা করেন।

ব’র-কনে পী’রের পা ছুঁয়ে সালাম করেন, দোয়া নেন।এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এবং তার পরিবারের সবাই চট্টগ্রামের ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ দরবারের পীর মাওলানা কুতুব উদ্দিনের ভক্ত ও অনুসারী। এস আলম পরিবারের সদস্যরা যে কোনো শুভ কাজে পীর মাওলানা কুতুব উদ্দিনের দোয়া নিতেন।

তা’দের পা’রিবারিক সব অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতেন। বাগদানের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন বায়তুশ শরফের পীর মাওলানা শাহ কুতুব উদ্দিন। তিনি মোনাজাতের মাধ্যমে বর-কনের দাম্পত্য জীবনে শান্তি কামনা করেন।

ব’র-ক’নে পীরের পা ছুঁয়ে সালাম করেন, দোয়া নেন।অনুষ্ঠানের পরপরই এস আলম পরিবারে ৯ সদস্য এবং অনুষ্ঠানে অংশ নেয়া বায়তুশ শরফের পীর মাওলানা শাহ কুতুব উদ্দিন ক’রোনায় আ’ক্রান্ত হন। পরে ২০ মে রাজধানীর ধানমন্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে মাওলানা শাহ কুতুব উদ্দিনের মৃ’ত্যু হয়।

এ’কদিন প’র ২২ মে রা’তে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মা’রা যান এস আলমের বড় ভাই ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম। ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এমপি দিদারের মেয়ে ও ক’রোনায় মা’রা যাওয়া মোরশেদুল আলমের পুত্রবধূ ইশফাক আরা জাহান রাফিকাও ছিলেন।

ত’বে ল’কডাউনে সিঙ্গাপুরে আ’টকে থাকায় বিয়েতে উপস্থিত হতে পারেননি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার স্ত্রী।

ওই বা’গদান অ’নুষ্ঠানে অংশ নেয়ার পর ক’রোনায় আ’ক্রান্ত হয়েছেন সাইফুল আলম মাসুদের মা ৮৫ বছর বয়সী চেমন আরা বেগম, এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম, ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু, পরিচালক মো. শহীদুল আলম, পরিচালক ওসমান গণি ও ৩৬ বছর বয়সী এক নারীসহ মোট ৯ সদস্য।

তা’দের ম’ধ্যে সাতজনকে ঢাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।ক’রোনা আ’ক্রান্ত হয়ে এক ভাইয়ের মৃ’ত্যুর পর আ’ক্রান্ত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের চার ভাইয়ের মধ্যে দুই ভাই ক’রোনা মুক্ত হয়েছেন।

ঢা’কার আ’নোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ছোট ভাই গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু এবং পরিচালক শহীদুল আলমের ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে।

দ্বি’তীয় দ’ফার ন’মুনা পরীক্ষায় এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং অপর পরিচালকের নমুনা নেগেটিভ এসেছে। তারা ক’রোনা মুক্ত হিসেবে আজ বা আগামীকালের মধ্যে ছাড়পত্র পেতে পারেন। তবে চেয়ারম্যানের মাসহ আরও দুই ভাই এখনও চিকিৎসাধীন।

সর্বশেষ - স্বাস্থ্য

আপনার জন্য নির্বাচিত

জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ ব্যবহারের নির্দেশঃ হাইকোর্ট

বামনা উপজেলায় তিন ভূমি অফিস পরিদর্শনে ডিএলআরসি জামীল

ক’রোনায় হজ্বের জন্য জমানো সব টাকা অসহায় কাশ্মীরীদের দান করে দিলেন এই বৃদ্ধা….

প্লাস্টিক দিয়ে তৈরি এই মসজিদে দল বেধে নামাজ পড়েন মুসল্লিরা!!

আমি কেবল আল্লাহকে জবা’ব দেব…” বললেন বলিউডের এই অভিনেত্রী।

ক’রোনা হার মা’নলো ১০৭ বছরের বৃ’দ্ধার কাছে।

ছেলের শি’ক্ষা খরচের নামে ১৩২ কোটি টাকা বি’দেশে পা’ঠিয়েছেন মাহি বি চৌ’ধুরী।

সবার জানা উচিত, ভাত রান্নায় যে ভুল মৃ’ত্যু ডেকে আনছে আমাদের।

কিশোরগঞ্জ সদরে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব

আ’জো দাঁড়িয়ে আছে ন’বীজী (সা.) কে ছা’য়া দানকারী সেই গা’ছ।

ফুলবাড়ীতে শামসুল হক সরকার স্মৃতি টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত