তুলে নে’য়া হয়েছে ল’কডাউন। স্বাস্থ্যবিধি মেনে চলছে সব ধরনের কার্যক্রম। এবার আরও স্বাস্থ্য সচেতনতা বৃ’দ্ধিতে জনগণ, দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের পাঁ’চটি নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তার এই নি’র্দেশনার ক’থা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রা’জধানীতে সং’সদ ভবন এলাকায় নিজের স’রকারি বাসভবন থেকে মেট্রোরেল প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই নির্দেশনার কথা জানান তিনি।
নির্দে’শনাগুলো হলো১. অ’ফিস আ’দালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ সর্বত্র স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সং’ক্র’মণ রোধের কার্যপদ্ধতি অনুসরণ।
৫. স্থা’নীয় জন’প্রতিনিধিদের ক’রোনা সং’ক্র’মণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনপ্রতিনিধিরা অ’ঞ্চলভিত্তিক তদারকির মাধ্যমে সং’ক্র’মণ রোধের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণেও ভূমিকা রাখবেন।
আ’পদকালীন স’ময়ে স্বাস্থ্যবিধি মেনে অ’সহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।তিনি বলেন, কিন্তু দুঃ’খজনক হলেও কিছু কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানতে শৈথিল্য প্রদর্শন করছে, যা সং’ক্র’মণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে।
এতে আ’ক্রান্তের সং’খ্যাও বাড়ছে। এ অবহেলা নিজের জন্য শুধু নয়, পরিবার, সমাজ তথ্য অন্যদের জন্যও ভ’য়ানক পরিস্থিতি তৈরি করতে পারে।’দেশে ক’রোনার ক্রমঅ’বনতিশীল পরিস্থিতিতে স’রকার সংক্রমিত এলাকা এবং এর নানা দিক বিবেচনায় নিয়ে এলাকাভিত্তিক বা জোনে বিভক্ত করার বি’ষয়টি ভাবছে জানিয়েছেন তিনি।
তি’নি ব’লেন, ‘সং’ক্র’মণ বৃ’দ্ধির পাশাপাশি স’রকার এ সং’ক্র’মণ রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং নিচ্ছে। শেখ হাসিনার স’রকার জনগণের পাশে আছে সবসময়। ক্রমঅ’বনতিশীল এ পরিস্থিতিতে স’রকার সংক্রমিত এলাকা এবং এর নানা দিক বিবেচনায় নিয়ে এলাকাভিত্তিক বা জোনে বিভক্ত করার বি’ষয়টি ভাবছে।
বি’শেষজ্ঞরা এই বি’ষয়ে কাজ করছে। কর্মপরিকল্পনা তৈরি করছে।’