ঝালকাঠির রা’জাপুরের বি’ষখালি নদীতে পড়ে রাকিব হা’ওলাদার (২২) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ রয়েছে।বুধবার রাত সোয়া ৮ টার দিকে উপজেলার ম’ঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা বাজার এলাকার বিষখালি নদীর লঞ্চঘাটের পল্টুনের কাছে এ ঘটনা ঘটে।
রাজাপুর থা’নার ও’সি মো. জাহিদ হোসেন জানান, উপজেলার পুখরিজানা গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রাজ্জাক হা’ওলাদারের ছেলে রাকিব বরিশাল হাতেম আলী কলেজে অনার্স ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিলো।
বুধবার রাত সো’য়া ৮ টা’র দিকে নদীতে নোঙর করা একটি বলগেটে উঠে গরমের কারনে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। হঠাৎ প্রচন্ড ঢেউ এসে বালু ভর্তি ব’লগেটটি ত’লিয়ে যাওয়ার উপক্রম হলে তাড়াহুড়ো করে বলগেট থেকে লাফিয়ে পল্টুনে উঠার সময় নদীতে পড়ে যায় রাকিব।
স’ঙ্গে থা’কা বন্ধুরা রাকিবকে উদ্ধারের জন্য এগিয়ে যাওয়ার আগেই ঢেউয়ে পানির নিচে তলিয়ে যায়।পরে স্থানীয় জেলে, যুবক ও স্বজনরা বুধবার সারারাত তাকে ব্যাপক খোজাখুজি করলেও তার সন্ধ্যান মেলেনি। বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘন্টা চেস্টা করে রাকিবকে উদ্ধারে ব্যর্থ হয়।