ঝি’নাইদহ স’দরের বানিয়াকান্দ গ্রামে দুই শি’শু স’ন্তানকে পু’কুরের পা’নিতে ফে’লে হ’ত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ’ভিযুক্ত মা মনিরা বেগমকে আ’টক করেছে পুলিশ।রোববার (৩১মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নি’হতরা হ’চ্ছে- ও’ই গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু সালেহ মাহিদ (৫) এবং মেয়ে সাফিয়া খাতুন (৭)।চলো তো দেখে আসি ওরা বেঁচে আছে না ম’রে গেছে।’ এ কথা শুনে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পুকুরে গিয়ে তাদের ম’রদেহ পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয়া হয়।
এ বি’ষয়ে স’দর থা’না পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ত’দন্ত) এমদাদুল হক জানান, বানিয়াকান্দ গ্রামে একটি পুকুরে দুই শি’শুর ম’রদেহ পাওয়া গেছে। গ্রামের লোকজন স’ন্দেহ করছে তাদের মা পু’কুরে ফে’লে তার স’ন্তানদের হ’ত্যা করেছে।
এ ঘটনায় মা’কে জি’জ্ঞাসাবাদের জন্য পুলিশ হে’ফাজতে নেয়া হয়েছে। ত’দন্ত শেষে বলা যাবে কীভাবে তাদের মৃ’ত্যু হয়েছে।