এ দুটি সং’খ্যাতাত্ত্বিক প’রিসংখ্যান গত ২ মে ও আজ ২ জুনের (এক মাস আগের তো এক মাস পরের)করো’নাভাই’রাসের নমুনা পরীক্ষার সংখ্যা, নতুন করোানাভাই’রাসে আ’ক্রান্ত রোগী শনাক্ত,মোট শনাক্তকৃত রোগী, ২৪ ঘণ্টায় মৃ’ত্যু এবং সর্বমোট মৃ’ত রোগীর সংখ্যার একটি তুলনামূলক চিত্র।
২ মে যে’খানে নbতুন শনাক্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ৫,সেখানে ঠিক এক মাস পর নতুন আ’ক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯১১ জনে।
এক মা’সের ব্য’বধানে ২ জুন মোট আ’ক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৫২ হাজারে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা আগে থেকেই আশ’ঙ্কা প্রকাশ করে বলেছিলেন, এই অবস্থায় সারাদেশে কোনো ভাই’রাসের সংক্রমণ ও মৃ’তের সংখ্যা বাড়তে পারে।
গbতকাল স’চিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, করো’নাভাই’রাসের সংক্রমণ প্রতিরোধে দেশকে সবুজ, হলুদ ও লাল জোনে ভাগ করে সংক্রমণ ও মৃ’ত্যু প্রতিরোধের সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।