তিন স’ন্তানের পর আরও একটি স’ন্তান। সমাজে তো এবার মুখ দেখানো যাবে না! আত্মীয়-পরিজন, প্রতিবেশীরা ছিঃ ছিঃ করবে, তা হলে উপায়?তাই বাবা-মা সিদ্ধান্ত নিলেন দুদিনের স’ন্তানকে তারা গির্জার সামনে ফে’লে দিয়ে আসবে।
স’দ্যজাত স’ন্তানকে গির্জায় ফে’লে রেখে যাওয়ার সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।ঘটনাটি কেরলের কোচির। ও’য়াড়াক্কানচেরির বাসিন্দা বিট্টু ও তার স্ত্রী প্রতিভা। তাদের তিন স’ন্তান রয়েছে। ফের গর্ভবতী হন প্রতিভা।সেই ক্যামেরার ফুটেজই র’হস্য উদ্ঘাটন করল।
প’রিবারে নতু’ন অ’তিথি আসায় আনন্দের থেকে আ’শঙ্কাই ঘিরে ধরে বিট্টু ও প্রতিভাকে।বাড়ি ফিরলেই বন্ধুবান্ধব, প্রতিবেশীদের কাছ থেকে শুনতে হবে নানা রকম কথা।
তাই হা’সপাতালে ব’সেই দুজনে শি’শুটিকে কোথাও রেখে আসার সিদ্ধান্ত নিয়ে ফে’লেন, পুলিশের কাছে অন্তত তেমনটিই দাবি করেছেন বিট্টু।রাত তখন সাড়ে ৮টা। গির্জার নিরাপত্তারক্ষী হঠাৎই শি’শুর কা’ন্নার আ’ওয়াজ পেয়ে এগিয়ে আসেন।
দে’খেই চম’কে ওঠেন। একটি সদ্যজাত শি’শু কাপড় দিয়ে জড়িয়ে শো’য়ানো রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন।গি’র্জার সিসিটিভি ফুটেজে সংগ্রহ করে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তারা।
তার প’রই বি’ট্টু ও প্রতিভার খোঁজ পাওয়া যায় ত্রিশূরের ওয়াড়াক্কানচেরিতে।পুলিশ ওই দুজনের বি’রুদ্ধে মা’মলা রুজু করে। বিট্টু জেরায় পুলিশকে জানিয়েছেন, বারবার গর্ভবতী হওয়ায় পাড়ায় প্রতিভাকে অনেকেই উপহাস করতেন।
ব’ন্ধুবান্ধবরাও ক’টাক্ষ করতে ছাড়ত না।এসবের হাত থেকে মুক্তি পেতেই সদ্যজাত স’ন্তানকে রেখে আসার সিদ্ধান্ত নিয়ে ফে’লেন। কিন্তু শুধুই কি লোকলজ্জার কারণ, না কি এর পেছনে আরও কোনো কারণ আছে- তা খতিয়ে দেখছে পুলিশ।