ঘট’নাসূত্রে জা’না গেছে, আ’লমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের সাজ্জাদ আলীর দুই সন্তানের জননী স্ত্রী ‘শখের বানুকে (৩০) রেখে গত ১১ মাস আগে বিদেশে পাড়ি জমিয়েছে।
এই সু’যোগে স্ত্রী শ’খের বানু প্রতিবেশি নাতি সম্পর্কের যুবক মানিকের (২৭) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় প্রেমিক নাতির বি’য়ের খবরে রাতে ঘরে ডেকে লি’ঙ্গ কে’টে দিল দাদি। ঘ’টনাটি ঘ’টেছে জেলার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামে।
রাতেই গু’রুতর র’ক্তাক্ত অবস্থায় নাতি মানিককে (২৭) আলমডাঙ্গা শহরের শেফা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কর্তিত লি’ঙ্গ ৮টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।জা’না যায়, মানিক পাইকপাড়া গ্রামের আলমঙ্গীর আলীর ছেলে।
দী’র্ঘদিন ধ’রে নাতি মানিক ও দাদি শখের বানুর শারীরিক সম্পর্ক করে বলেও জানা যায়। এরই মধ্যে বিপত্তি। অ’বিবাহিত প্রে’মিক নাতি মানিকের বিয়ে পাকাপোক্ত হয়।
সে বিয়েতে ম’ত ছি’ল প্রেমিক নাতির। এতে রাগে-ক্ষোভে পড়ে দাদি। তিনি প্রতিশোধের আগুন বুকে নিয়ে ঘুরছিলেন।হঠাৎ গত দিনগত রাতে দাদি প্রেমিক নাতিকে তা’র ঘরে মোবাইলফোনে ডেকে নেন। পরে উত্তেজিত অবস্থায় প্রেমিক নাতির লি’ঙ্গে লুকিয়ে রাখা ব্লেড দিয়ে পোস মারেন।
এতে গু’রুতর রক্তা’ক্ত জখম হন প্রেমিক নাতি। তার অবস্থা বেগতিক হলে নাক-লজ্জ্বার মাথা খেয়ে চিকিৎসার জন্য আলমডাঙ্গার শেফা ক্লিনিকে ভর্তি করা হয়।
এদিকে ক্লি’নিকসূত্রে জা’না যায়, মানিকের কর্তিত লি’ঙ্গে মোট আটটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে সে ঐই ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।আরো পড়ুন জিএস থেকে পদত্যাগ চাওয়ায় নুরকে যা বললেন রাব্বানী ঢাকা বি’শ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর পদত্যাগ দাবি ক’রেছেন ভিপি নুরুল হক নুর। তবে এর উত্তরে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জিএস গোলাম রাব্বানী।
সোমবার এ বি’ষয়ে জানতে চাইলে উভয় নেতা গণমাধ্যমকে এসব কথা বলেন।
ভিপি নুরের দা’বি, ডাকসুর সভাপতি চাইলে নৈতিক স্খলনের দায়ে যে কাউকে বরখাস্ত করতে পারেন। ই’তিমধ্যে অনৈতিক কর্মকাণ্ড এবং অবৈধ আর্থিক লেনদেনের দায়ে গোলাম রাব্বানীকে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
আও’য়ামী লীগ য’দি এ বিষয়ে আপসহীনহয় তাহলে ডাকসু কেন পারবে না?এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান বলেছেন, কোনো ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা বা একক কোনো বিষয়ে নয়, ডাকসু চলবে এর গঠনতন্ত্র অনুযায়ী।এদিকে ডাকুসর জিএস গোলাম রাব্বানীর জানিয়েছেন, ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি সংগঠনের (ছাত্রলীগ) পদ হারিয়েছেন।
এবার যদি তা’র ডা’কসুর পদ নিয়ে ষড়যন্ত্র হয় তাহলে এর দাঁতভাঙা জবাব দেবেন। প্রতিপক্ষকে তিনি এমনই হুঁশিয়ারি দিয়েছেন।