ক’ক্সবাজারের চ’করিয়ার যুবলীগ নেতার হাতে এক বৃ’দ্ধ নি’র্মমভাবে নি’র্যাতনের শি’কার হওয়ার ভিডিও সামাজিক যো’গাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বি’ষয়টি ন’জরে আসলে ওই বৃ’দ্ধের পাশে দাঁড়ান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সং’সদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানি।
ফে’সবুকে দে’য়া এক স্ট্যাটাসে তিনি জানান, ‘কক্সবাজারের চকরিয়ায় অন্যায়ভাবে ব’র্বরোচিত নি’পীড়নের শি’কার নুরুল আলম চাচার সাথে যোগাযোগ হয়েছে।
কথা বলে জা’নতে পা’রলাম, চাচার মালিকানাধীন একটি চিংড়ি ঘের অ’বৈধভাবে দ’খলে নিতেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এলাকার এক চিহ্নিত স’ন্ত্রাসী।
গ’তকালই চ’করিয়া থানায় মা’মলা রুজু করা হয়েছে, ইতোমধ্যেই জ’ড়িত তিনজনকে আ’টক করে জে’লহাজতে পাঠানো হয়েছে। মূল আ’সামিকে গ্রে’ফতারে সাঁড়াশি অ’ভিযান চলছে।
দ্রু’ততম স’ময়ে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা’স্তি নিশ্চিত করা হবে বলে জে’লার পুলিশ সুপার শ্রদ্ধেয় অগ্রজ, মাসুদ হোসাইন ভাই আশ্বস্ত করেছেন।উপজে’লা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. অকিত হোসাইন চাচার পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে।
আ’ইনি সহা’য়তাসহ যেকোনো প্রয়োজনে তার পাশে থাকবো ইনশাআল্লাহ।’গত ২৪ মে চকোরিয়া উপজে’লার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ায় বৃ’দ্ধ নুরুল আলম (৭২) নি’র্যাতনের শি’কার হন।
চার নম্ব’র ও’য়ার্ড যুবলীগের সভাপতি আনছুর আলমের নেতৃত্বে কয়েকজন ব’খাটে যুবক তাকে বিবস্ত্র করে নি’র্যাতন করেন। এ ঘটনার তার ছেলে আশরাফ হোসাইন মা’মলা করেছেন।
এ ঘট’নায় তিনজনকে গ্রে’প্তার করেছে জে’লা পুলিশ। ঘটনাটি নজরে আসলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অ’ভিযানে নামে পুলিশ। পরে মঙ্গলবার রাতে অ’ভিযান চা’লিয়ে ঘটনায় সাথে সংশ্লিষ্ট তিনজনকে গ্রে’প্তার করা হয়।