প’রিবহনে বা’ড়তি ভাড়া আদায় করছে বলে আমরা অভিযোগ পাচ্ছি। ক’রোনার এই দুঃসময়ে যে সকল পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে ও স্বাস্থ্যবিধি মা’নছে না তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে বিআরটিএ, ডিএমপি, হাইওয়ে পুলিশ, জে’লা পুলিশ, জে’লা প্রশাসন ও ভিজিলেস টিমসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৪ জুন) বা’সভবন থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে ক’থা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী আ’রো বলেন, বি’শ্বে ক’রোনা পরিস্থিতিতে বাংলাদেশ সর্বশেষ ২১ তম স্থানে নেমে এসেছে। এই পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে এটাই বিশেষজ্ঞদের আ’শঙ্কা। এ অবনতিশীল পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে শৈ’থিল্য প্রদর্শন পরিস্থিতিতে আরও নাজুক করে তুলবে।
তাই স’রকারের পা’শাপাশি সামাজিক, সংস্কৃতি, স্বেচ্ছাসেবী সংগঠন সমূহকে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।বিএনপিসহ অন্যান্য রা’জনৈতিক দলকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, এখানে ঐক্যবদ্ধ থাকা সং’কট সমাধানে সবচেয়ে বড় শক্তি।
এতে ল’ড়াইয়ে ম’য়দানে থাকা যোদ্ধারা মনোবল পাবে। তাই আমি বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে বলব স’রকারের সমালোচনাকে আপনারা নিত্য রুটিন ও’য়ার্কে পরিণত করবেন না। এই ধরনের অ’পপ্রচার ও বিভ্রান্তি ক’রোনা সং’ক্র’মণ বা ভাই’রাসের প্রা’ণশক্তি যোগাচ্ছে।
বিএনপিসহ অ’ন্যান্য রা’জনৈতিক দলকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, এখানে ঐক্যবদ্ধ থাকা সং’কট সমাধানে সবচেয়ে বড় শক্তি। এতে লড়াইয়ে ময়দানে থাকা যোদ্ধারা মনোবল পাবে। তাই আমি বিএনপিসহ অ’ন্যান্য রাজনৈতিক দলকে বলব স’রকারের সমালোচনাকে আপনারা নিত্য রুটিন ওয়ার্কে পরিণত করবেন না।
এই ধরনের অ’পপ্রচার ও বি’ভ্রান্তি ক’রোনা সং’ক্র’মণ বা ভাই’রাসের প্রা’ণশক্তি যোগাচ্ছে।ক’রোনা মোকেবিলায় শেখ হাসিনার প্রসংশা করে আওয়ামী লীগের সা’ধারণ সম্পাদক আরও বলেন, বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রির্জাভ সর্বশেষ ৩৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
খাদ্য নি’রাপত্তা আমরা এখন শক্ত অবস্থানে। আগামী ছয় মাসের খাদ্য আমাদের মজুদ আছে। সামনে আছে কল্যাণমুখী বড় বাজেট।
এই সং’কটে স’কলকে আসা না হারিয়ে হতাশার আবর্তে বিবর্তিত না হয়ে আশা নিয়ে মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি’।