ঢা’কা: ক’রোনা ভাই’রাসের সং’ক্র’মণ পরিস্থিতি আরও অবনতি হলে পুনরায় সাধারণ ছুটি ও লকডাউনের কথা চিন্তা-ভাবনা করবে স’রকার।
এ জ’ন্য আ’গামী ১৫ জুন পর্যন্ত সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে।স’রকারের নীতিনির্ধারণী পর্যায়ের ক’য়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।দীর্ঘ ৬৬ দিনের ছুটি শেষে ৩১ মে থেকে সীমিত আ’কারে স্বাভাবিক কার্যক্রম চালু করা হয়েছে।
এদিকে নো’ভেল ক’রোনা ভাই’রাসে মঙ্গলবার (০২ জুন) আ’ক্রান্ত হয়েছে সর্বোচ্চ সংখ্যক। সর্বমোট আ’ক্রান্ত ৫২ হাজার ছাড়িয়ে গেছে। এর আাগে গত রোববার (৩১ মে) দ্বি’তীয় সর্বোচ্চ সং’ক্র’মণ ও সর্বোচ্চ সংখ্যক মৃ’ত্যু হয়েছে।
২৪ ঘণ্টার হি’সেবে ওই দিন ২ হাজার ৫৪৫ জন রো’গী শনাক্ত এবং ৪০ জনের মৃ’ত্যুর তথ্য জানানো হয়। ওই দিন ২৪ ঘণ্টায় আ’ক্রান্তের তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিলো সাত নম্বরে। এর পর দিন তুলনামূলক কম হলেও এক দিন পরই আবার আ’ক্রান্ত ও মৃ’ত্যু লফিয়ে বেড়েছে।
সোমবার ব্রি’ফিংয়ে বলা হয়, ২৪ ঘ’ণ্টায় আ’ক্রান্ত হয়েছে দুই হাজার ৩৮১ জন আর মৃ’ত্যু হয়েছে ২২ জনের। আর মঙ্গলবার (০২ জুন) আ’ক্রান্তের সংখ্যা ২ হাজার ৯১১ জন। মৃ’ত্যু ৩৭ জনের। এখন পর্যন্ত দেশে মোট আ’ক্রান্ত ৫২ হাজার ৪৪৫ জন এবং মৃ’ত্যু হয়েছে ৭০৯ জনের।
স’রকারের নী’তিনির্ধারকরা জানান, এই প্রতিকূল পরিস্থিতিতেও শ্রমজীবী, গরিব, খেটে খাওয়া, স্বল্প আয়ের মানুষের জীবিকা এবং দেশের অর্থনীতির কথা বিবেচনা করে সাধারণ ছুটি ও লকডাউন তুলে দেওয়া হয়েছে।
তবে এই প’রিস্থিতির আ’রও অবনতি ঘটলে ও ভ’য়ঙ্কর পর্যায়ে চলে যাওয়ার আ’শঙ্কা তৈরি হলে অন্য কোনো উপায় থাকবে না। বা’ধ্য হয়ে পুনরায় সাধারণ ছুটি ও লকডাউন দেওয়া হবে। স’রকারের উচ্চ পর্যায়ে এমন সিদ্ধান্তই রয়েছে।