ম’ক্কা ছা’ড়া আজ (৩১ মে) থেকে সৌদি আরবের সব মসজিদে শুরু হয়েছে জামাতে নামাজ আদায়। তবে মসজিদ খুললেও মুসল্লিদের মেনে চলতে হবে বেশ কিছু বিধিনিষেধ।
দী’র্ঘ ৭৭ দি’ন পর রবিবার (৩১ মে) ফজরের থেকে সৌদি আরবের ম’দিনার মসজিদে নববীসহ অন্যান্য মসজিদ খুলে দে’য়া হয়েছে।
সৌদি স’রকার বিভিন্ন শর্তে মসজিদ খুলে দিয়েছে।এরমধ্যে, নামাজের ১৫ মিনিট আগে ম’সজিদ খোলা, নামাজ শেষে ১০ মি’নিট পরে মসজিদ ব’ন্ধ করা হবে।
এছাড়া স্বা’স্থ্যবিধি মে’নে নামাজ আদায় করতে হবে। নামাজে দাঁ’ড়ানোর সময় একে অপর থেকে ২ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। মসজিদের ভেতরে-বাইরে পানি রাখা ও খাওয়া যাবে না।