ল’কডাউনের প্র’থম তিন সপ্তাহে যুক্তরাজ্যে নারী নি’র্যাতন আর হ’ত্যার ঘটনা দ্বিগুণ বেড়ে গেছে বলে জানিয়েছে সে’খানকার নারীবা’দী সংগঠনগুলো।কয়েক জন ‘সাহসী’ নারী নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে নি’র্যাতনের বর্ণনা দেয়ার পর বি’ষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ডেড ও’মেন প্র’জেক্ট নামের একটি সংগঠন জানিয়েছে, লকডাউন ঘোষণার পর প্রথম ২১ দিনে ১৪ জন নারী এবং দুই শি’শুকে হ’ত্যা করা হয়েছে।পুলিশ জানিয়েছে, এই সময়ে জরুরি ফোন নম্বরে পারিবারিক সহিং’সতা সংক্রান্ত কল ৪৯ শতাংশ বেড়েছে।ভু’ক্তভোগী না’রীরা একটি ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন।
‘#YouAreNotAlone’ হ্যা’শট্যাগের মাধ্যমে চলছে তার প্রচারণা।জেনিফার নামের এক নারী নিজের ছবি প্রকাশ করে দে’খিয়েছেন কীভাবে বাড়িতে তাকে মা’রা হয়েছে।
ছ’বিতে দেখা যায় তার চো’খ-নাক ফুলে আছে।যুক্তরাজ্যে নারী নি’র্যাতন ইস্যু নিয়ে ‘দ্য কম’রেস পোল’ সম্প্রতি জরিপ চা’লায়। জরিপে বলা হয়েছে, দেশটিতে যৌ’ন হ’য়রানির শি’কার হওয়া ৬৩ শতাংশ নারী এ ব্যাপারে কারও কাছে অভিযোগ করেন না।
জরিপে ২০৩১ জ’ন প্রা’প্তবয়স্ক নারীর সঙ্গে কথা বলা হয়। তাদের মধ্যে ৫৩ শতাংশ নারী বাড়িসহ বিভিন্ন জায়গায় নানাভাবে যৌ’ন নি’র্যাতনসহ হ’য়রানির শি’কার হয়েছেন। ওই জরিপে অবশ্য লকডাউনের চিত্র আসেনি। আগের সময়কার কথা বলা হয়েছে।