কো’ভিড-১৯ ভাই’রাসের একটি নতুন ও’ষুধের অনুমোদন দিয়েছেন রাশিয়ার প্রে’সিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহ থেকে ব্যবহার হতে যাওয়া এই ও’ষুধকে গে’ম চেঞ্জার আখ্যা দেয়া হয়েছে দেশটির স’রকারের পক্ষ থেকে।
খবর র’য়টার্সের।যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর সবচেয়ে বেশি মানুষ ক’রোনায় আ’ক্রান্ত হয়েছেন রাশিয়ার জনগণ। যু’ক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ত’থ্য অনুযায়ী, দেশটিতে আ’ক্রান্তের সংখ্যা ৪ লাখ ১৪ হাজারের বেশি।
মৃ’ত্যু হ’য়েছে ৪ হাজার ৮৪৯ জনের। এমন সময় ‘গেম চেঞ্জার’ ও’ষুধ খুঁজে পাওয়ার দাবি করল দেশটি।এই ও’ষুধ সং’ক্র’মণের বি’রুদ্ধে কার্যকর বলে দাবি রাশিয়ার গ’বেষকদের।অ্যাভিফ্যাভির হচ্ছে ফ্যাভিপিরাভিরের পরিবর্তিত সংস্করণ।ফ্যা’ভিপিরাভির জাপানে ফ্লুর চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
কো’ভিড-১৯ রো’গে আ’ক্রান্তদের চিকিৎসার জন্য এটিকে সংস্কারের মাধ্যমে অ্যাভিফ্যাভির তৈরি করেছে পুতিনের দেশ।রাশিয়ার দাবি, এই ও’ষুধ কোভিড-১৯ এর বি’রুদ্ধে বিশ্বের সবচেয়ে প্র’তিশ্রুতিবদ্ধ প্রতিষেধক। এর ফর্মুলা দ্রুতই বিশ্বকে জানানো হবে।
এ’কইসঙ্গে জুন মা’সের মধ্যে রাশিয়ার হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে ও’ষুধটির ৬০ হাজার ডো’জ।আর’ডিআইএফ প্রধান কিরিল দি’মিত্রিয়েভ বলেন, অ্যাভিফ্যাভি ব্যবহারের চারদিন পর ৬৫ শতাংশ রো’গীর শরীরে ভাই’রাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
১১ জুন থে’কে এই ও’ষুধ দিয়ে আ’ক্রান্ত রুশ রো’গীদের চিকিৎসা শুরু হবে।গত বছরের ১৭ ডি’সেম্বরে চী’নের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেয়া প্রা’ণঘা’তী ক’রোনাভা’ইরাসে বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ ক’রোনাভা’ইরাসে সং’কটকে ম’হামা’রি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।ক’রোনাভা’ইরাসেে মৃ’ত্যু ও আ’ক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী,মঙ্গলসবার সকাল ১০ টায় ক’রোনাভা’ইরাসেে ৩ লাখ ৭৭ হাজার ৪৩৭ জনের মৃ’ত্যু হয়েছে।
আর আ’ক্রান্ত হ’য়েছেন ৬৩ লাখ ৬৬ হাজার ৫৩৩ জন। আর সুস্থ্ হয়ে উঠেছেন ২৯ লাখ ৩ হাজার ৬০৫ জন।দেশ হিসেবে সবচেয়ে বেশি আ’ক্রান্তের রেকর্ড যুক্তরাষ্ট্রের। বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ আ’ক্রান্ত নিয়ে শীর্ষে আছে দেশটি। ১৮ লাখ ১১ হাজার ছাড়িয়েছে আ’ক্রান্ত।
পাঁ’চ লাখ ২৬ হাজার ছাড়ানো আ’ক্রান্ত নিয়ে দ্বিতীয়স্থানে ব্রাজিল।
তৃ’তীয়স্থানে থাকা রাশিয়ায় আ’ক্রান্ত ৪ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। চতুর্থস্থানে আছে যুক্তরাজ্য, ২ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে।
প’ঞ্চমস্থানে আছে স্পেন ২ লাখ ৩৯ হাজার আ’ক্রান্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক’রোনাভা’ইরাসেের কার্যকর কোনো ও’ষুধের ঘোষণা এখনও দেয়নি। তবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে রেমডিসিভির দিয়ে ক’রোনা চিকিতসা দেয়া হচ্ছে।