ম’হামারি ক’রোনাভা’ইরাসের কারণে অর্থনৈতিক অ’গ্রগতি ক’মে গেলেও সব বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তি’নি বলেন, ‘বাংলাদেশ যেভাবে অর্থনৈতিকভাবে উন্নতি করছিল, আ’মাদের প্র’ত্যাশা ছিল ২০২০ সালে মুজিব বর্ষ এবং ২০২১ সালে দেশের স্বাধীনতার সু’বর্ণজয়ন্তী উদযাপনের সময় আমরা দারিদ্র্যের মাত্রা হ্রাস করে দেশকে একটি উচ্চ মর্যাদাপূর্ণ স্তরে নিতে সক্ষম হব।
কিন্তু ক’রোনার কা’রণে অগ্রগতির গতি কিছুটা ধীর হয়ে গেছে।’মঙ্গলবার (০২ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বা’হী কমিটির (একনেক) সভায় যোগ দিয়ে প্র’ধানমন্ত্রী এসব কথা বলেন।
কো’ভিড-১৯ স্থা’য়ী হবে না উ’ল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সকল বাধা অ’তিক্রম করে এগিয়ে যেতে স’ক্ষম হবো।’
দেশে’র মানুষ যাতে কষ্ট না পান সে জন্য সকলকে উপযুক্ত স্বা’স্থ্যবিধি ব’জায় রাখার জন্য নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা সব সময় তাদের জন্য চিন্তা করি।
’তিনি বলেন, কো’ভিড-১৯ এর কা’রণে কেবল বাংলাদেশই নয় গোটা বিশ্বই স্থবির হয়ে গেছে এবং প্রতিটি দেশই এই মা’রাত্মক ভা’ইরাস দ্বারা আক্রান্ত হয়েছে।
তিনি বলেন, ‘আ’মরা আ’মাদের অর্থনৈতিক কর্মকাণ্ড খুব সুপরিকল্পিতভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন করছিলাম, নিয়মিত বৈঠকের মাধ্যমে আমরা আ’মাদের প্রকল্পগুলো অনুমোদন ক’রছিলাম এবং সেগুলো বাস্তবায়ন করছিলাম, ফলে দেশ অ’র্থনৈতিকভাবে উন্নতি লাভ করছিল।’
তবে, কো’ভিড-১৯ এ’র কা’রণে বিশ্বজুড়ে সব কিছু স্থবির হয়ে পড়েছে এবং সর্বত্র একই জিনিস ঘটছে।দেশে ধীরে ধীরে অর্থনৈতিক ও অন্যান্য কার্যক্রম খোলার বি’ষয়ে বলেন সরকার প্রধান বরেন, দেশের সাধারণ মা’নুষের সুবিধার্থে সরকার এ পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, ‘আ’মরা সি’দ্ধান্ত নিয়েছি যাতে সাধারণ মানুষ চলতে পারে এবং তাদের জীবিকা নির্বাহ করতে পারেন।’
এসময় নি’জেদের এবং নি’কটতম প্রিয়জনদের পাশাপাশি প্রতিবেশীদের সুরক্ষার জন্য জীবনের প্র’তিটি প’দক্ষেপে স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা অ’ন্যেকে (কো’ভিড-১৯) রোগ থেকে বাঁচাতে আন্তরিকভাবে চেষ্টা করব।’