ক’রোনা ভাই’রাস (কোভিড-১৯) সং’ক্র’মণ পরিস্থিতিতে সীমিত পরিসরে অফিস খোলার মধ্যে উপস্থিতি ও কর্মঘণ্টা শিথিল করেছে জনপ্রশাসন ম’ন্ত্রণালয়।
অ’ফিসে স’র্বোচ্চ ২৫ শতাংশ স’রকারি কর্মকর্তা-কর্মচারী আসবেন, আসার পর দুই ঘণ্টার মধ্যে কাজ শেষ করতে পারলে বাসায় চলে যাওযারও সুযোগ করে দেওয়া হয়েছে।মঙ্গলবার (২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এমন নির্দেশনা পাঠানো হয়েছে।
ক’রোনা ভাই’রাসের কা’রণে ৬৬ দিনের ছুটি শেষে ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে স’রকারি-বেস’রকারি অফিস ও গণপরিবহন খুলে দেওয়ার পর এ’মন নির্দেশনা দেওয়া হয়।
অ’ফিস খো’লার পরদিন সোমবার (১ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, স’চিবালয়ে যারা কাজ করেন, তারা যাতে সংক্রমিত না হন সেজন্য ২৫ শতাংশ লোকবল অফিস করবেন। বাকি ২৫ শতাংশ অনলাইনে বাসা থেকে কাজ করতে পারবেন।
আর ৫০ শ’তাংশ রি’জার্ভ রেখে তারাও এভাবে কাজ করবেন।এর পরদিন জনপ্রশাসন থেকে পাঠানো নি’র্দেশনায় অ’ফিসে উপস্থিত থাকার সময়ও শিথিল করে বলা হয়, সকাল ৯টা থেকে বিকেল ৫টা প’র্যন্ত অফিস থাকলেও সকালে এসে কাজ শেষ হলে দুই ঘণ্টাতেই চলে যাওয়ার সুযোগ রয়েছে।
৩১ থে’কে ১৫ জুন প’র্যন্ত সী’মিত পরিসরে অফিস চালুর বি’ষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসনের নির্দেশনায় বলা হয়, সব স’রকারি/আধাস’রকারি/স্বায়ত্তশাসিত এবং বেস’রকারি অফিসগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে।
ঝুঁ’’কিপূর্ণ ব্যক্তি, অ’সুস্থ কর্মচারী এবং স’ন্তান সম্ভবা নারীরা কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।