রা’জশাহী সি’টি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছিল ক্রিকেটার সাব্বির রহমান রোমানের বি’রুদ্ধে। তবে সাব্বির জানালেন, ওই পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে ‘বাগবিতণ্ডা’য় জড়ালেও গায়ে হাত তোলার কোনো ঘটনা ঘটেনি। উল্টো ওই পরিচ্ছন্নতাকর্মীই তাকে ‘চোখ রাঙিয়েছেন’।
সা’ব্বির বলেন, ‘ওর না’ম হচ্ছে বাদশা। ওকে আমি প্রতিবারই ডেকে ডেকে ত্রাণ দেই। এবারও ক’রোনার মধ্যে ১০-১৫ হাজার টাকা দিয়েছি। আজ বিকেলে আমি আমার স্ত্রীকে নিয়ে বাইরে থেকে বাসায় ফিরছি। দেখি বাসার গেটের সামনে ময়লার ভ্যান। আমি বাসায় ঢুকতে পারছি না। সে আরেকজনের সঙ্গে গল্প করছিল।
আ’মি বার’বার হর্ন দিচ্ছি। এ’ক পর্যায়ে সে আমার গাড়ির সামনে এসে আমাকে চোখ রাঙানি দেয়।’সাব্বিরের সাফ কথা, ‘ওর গায়ে হাত তোলার কোনো প্রয়োজনই আমার নেই। আমি কেন ওকে মা’রতে যাব? এর আগে যেসব অন্যায় করেছি, সেখান থেকে নিজেকে শুধরে নিয়েছি। আমার ক্যারিয়ার আছে। অতএব ওর গায়ে হাত তোলার প্রশ্নই উঠে না।’