বা’জিভর্তি আ’নারস খাইয়ে গর্ভবতী হাতিকে হ’ত্যার প্র’তিবাদ জানাচ্ছেন অনেকেই। এই মা হতে চলে হাতিটির মৃ’ত্যু মেনে নিতে পারছেন না মানবিকতা সম্পূর্ণ মানুষেরা।
ঘ’টনাটা ঘ’টেছিলো কেরলের মনপ্পুরমে। এক গর্ভবতী ক্ষুধার্ত হাতি গ্রামে এসেছিলো খাবারের খোঁজে। গ্রামের কিছু মানুষ আতশবাজি ভরা একটি আনারস খা’ওয়ায় তাকে।আনারস খেতে না খেতেই মুখের ভেতর ফুটতে তাকে বাজি।
র’ক্তাক্ত হয়ে যা’য় হাতির মুখ। যন্ত্রতায় একটা জলা’শয়ে নেমে পড়ে হাতিটি। সেখানেই তার মৃ’ত্যু হয়। তার গর্ভের বাচ্চাটির আর পৃথিবীর আলো দেখা হয় না।রণদীপ হুদা লিখছেন, ‘একটি গর্ভবতী হাতিকে এভাবে হ’ত্যা করার মতো অমানবিক ঘটনা আর হয়না।
এটা মে’নে নে’ওয়া যায় না। অ’পরাধীদের বি’রুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’আনুশকা শর্মা বলেন, ‘এইজন্যই পশুদের ও’পর অ’ত্যাচারের বি’রুদ্ধে কঠিন আইন হওয়া উচিত।’শ্রদ্ধা কাপুর লিখেছেন, ‘কিভাবে এমন একটা ঘটনা ঘটতে পারে? কিভাবে? মানুষের কি হৃদয় বলে কিছু নেই?
আমার এ’সব দে’খে হৃদয় ভে’ঙে গিয়েছে। অ’পরাধীদের শা’স্তি চাই।’কেরলের মনপ্পুরম এর একজন বনকর্মী সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি প্রথম তুলে ধরেন। বনদপ্তরের আধিকারিক সোশ্যাল মিডিয়া পোস্ট লিখেছেন,‘হাতিটি আমাদের বিশ্বাস করেছিল।
আ’নারস খা’ওয়ার পর যখন তা ফে’টে যায় আমি নিশ্চিত ও নিজের কথা ভাবেনি। ও তখন নিজের গর্ভস্থ স’ন্তানের কথা ভাবছিল।’