প্রাচী’ন ঐতিহাসিক স্থা’পনা ইস্তাম্বুলের আয়া সোফিয়াকে যাদুঘর থেকে মসজিদে পরিণত করার ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরতদোগান। তুরস্কের এই সি’দ্ধান্তে পো’প ফ্রান্সিস ‘খুবই ব্যথিত’ বলে
জানিয়েছেন। আয়া সোফিয়াকে মসজিদে রুপা’ন্তরিত করার পদ’ক্ষেপের নিন্দা জানান খ্রিস্টানদের সর্বোচ্চ ধ’র্মীয় এই নেতা। সেন্ট পিটার স্ক’য়ারে দেয়া বক্তব্যে তিনি বলেন, আমা’র চিন্তাভাবনা ইস্তা’ম্বুলের দিকে। আমি সান্তা
সোফিয়ার কথা ভাবি। এটা ভেবে আমি খুবই ব্য’থিত। গত শুক্রবার তুরস্কের একটি আ’দালত ১৯৩৪ সালের মন্ত্রিসভার একটি আদেশ বাতিল করে দেয় যা আয়া সোফিয়াকে একটি যা’দুঘরে পরিণত করেছিল। যার ফলে ৮৫ বছরের পর আবারো মসজিদ হিসেবে ব্যবহারের পথ সুগম হলো। এর আগে এটি প্রায় ৫০০ বছর ধরে মসজিদ ছিল। সূত্র: ইয়েনি শাফাক