মঙ্গলবার , ২৮ জুলাই ২০২০ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অনিয়ম ও দূর্ণীতি
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আপডেট
  7. আরো
  8. ইসলাম
  9. এক্সক্লোসিভ
  10. কিশোরগঞ্জ
  11. কৃষি
  12. খুলনা বিভাগ
  13. খেলাধুলা
  14. গাজীপুর
  15. গাজীপুর জেলা

জুড়ীতে করোনা উপসর্গ নিয়ে মৃত অনিল চন্দ্রের সৎকার করলো বোরহান উদ্দিন সোসাইটি

প্রতিবেদক
aasohan
জুলাই ২৮, ২০২০ ৮:২৫ অপরাহ্ণ

শাহরিয়ার খাঁন সাকিব, মৌলভীবাজার: মৌলভীবজার জেলায় করোনার লক্ষণ ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিদের দাফন ও সৎকারে কাজ করছে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটি। মুসলমানদের দাফন কাফন করার পাশাপাশি হিন্দু ধর্ম সহ যেকোন ধর্মের মানুষের সৎকার কার্য সম্পাদনের মাধ্যমে মৌলভীবাজার জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে মৌলভীবাজার জেলার শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটির ‘কোভিড ১৯’ টিম।

বুধবার (২৮ জুলাই) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের মৃত অনিল চন্দ্র দাসের ছেলে অমূল্য চন্দ্র দাস(৫৬) দুপুর ১২ টার সময় করোনায় আক্রান্ত হয়ে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। অমূল্য চন্দ্র দাস জনতা ব্যাংক জুড়ী জায়ফরনগর শাখার ব্যবস্থাপক ছিলেন।

শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটির চেয়ারম্যান মুহিবুর রহমান বলেন,অমূল্য চন্দ্র দাসের মৃত্যুর খবর পেয়ে আমার টিমের জুড়ী উপজেলার টিম লিডার মৃত ব্যক্তির আত্নীয় -স্বজনের সাথে আলাপ করলে তারা আমাদের টিমের সহযোগিতা চান। আমরা খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করে জুড়ীতে পৌছাই।এর পর তাদের ধর্মীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর শ্মশানে সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা করার ক্ষেত্রে আমাদের টিম সার্বক্ষনিক সহযোগিতা করে। আগামিতে মৌলভীবাজার জেলায় মানবতার কল্যাণে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটি কাজ করে যাবে।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সমরজিৎ সিংহ বলেন,অমূল্য চন্দ্র দাসের স্যাম্পল আমরা গত ২০ জুলাই সংগ্রহ করি এবং ২৭ জুলাই উনার পজিটিভ আসে।নর্থইস্ট মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে সৎকারে সহয়তা করার জন্য শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটি কে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম বলেন,অমূল্য চন্দ্র দাসের মৃত্যুর পর আমার সাথে শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটি কতৃপক্ষ যোগাযোগ করলে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে সৎকার করার মৌখিক অনুমতি প্রদান করি।শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটির টিম কে প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই এ ধরনের মানবিক কাজ করার জন্য।

দাফন কাজে অংশগ্রহণ করেন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান, মহাসচিব মিজানুর রহমান রাসেল, কোভিড টিম প্রধান মুহাম্মদ আশরাফুল ইসলাম, জুড়ী উপজেলা টিম লিডার মনিরুল ইসলাম, টিম সমন্বয়কারী সাইদুল ইসলাম মান্না, টিম মেম্বার অমিত অাল হাসান, মোহাম্মদ রেজাউল করিম সাকিব, হাফেজ শেখ মোহাম্মদ জুবায়ের এবং সহযোগিতা করেছেন বাংলা টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি জাকির হোসেন মনির।

সর্বশেষ - স্বাস্থ্য

আপনার জন্য নির্বাচিত

জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ ব্যবহারের নির্দেশঃ হাইকোর্ট

করিমগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চিলমারীতে নির্দেশনা অমান্য করে অষ্টমির স্লান

উহানের ল্যা’বেই ছিল তি’নটি জীবন্ত করো’নাভাই’রাস।

নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত সায়মন হত্যাকারীর ফাঁসির দাবী!

লা’শ নিয়ে একাই ভ্যা’ন চালালেন ক’নস্টেবল।

সবচেয়ে কার্যকর’ ওষুধ তৈরির দাবি রাশিয়ার, আগামী সপ্তাহ থেকে ব্যবহার।

অ’ক্সফোর্ডে ই’উনিভার্সিটির বিজ্ঞানীরা তৈরি করলেন করোনার ভ্যাকসিন।

বিশ্বাস করতে পারছি না আমি বেঁচে আছি।

কবিরাজ মাইকে ফুঁক দিলেন, ভক্তগণ পানি তেল উচু করে ধরলেন

ঘূর্ণিঝড় আ’ম্ফানে ক্ষ’তিগ্রস্তদের পাশে স’শস্ত্রবাহিনী।