রবিবার , ২৬ জুলাই ২০২০ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অনিয়ম ও দূর্ণীতি
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আপডেট
  7. আরো
  8. ইসলাম
  9. এক্সক্লোসিভ
  10. কিশোরগঞ্জ
  11. কৃষি
  12. খুলনা বিভাগ
  13. খেলাধুলা
  14. গাজীপুর
  15. গাজীপুর জেলা

হারি’য়ে যাওয়া মাকে তিন বছর পর ফিরে পেলেন ছেলে

প্রতিবেদক
aasohan
জুলাই ২৬, ২০২০ ৮:২৬ পূর্বাহ্ণ

তিন ব’ছর আগে বাবা মা’রা যাওয়ার কয়েকদিন পর মা হারিয়ে যায়। শিশু বয়সে বাবা-মাকে হারিয়ে একমাত্র ছেলে মেহেদী হাসানের (১৮) কষ্টের জীবন কাটে। বিভিন্ন স্থানে মাকে খুঁ’জে ফিরে মেহেদী। মায়ের খবর পেলেই ছুটে গেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। অবশেষে তিন বছর পরে বৃহস্পতিবার রাতে শরণখোলার তাফালবাড়ি

 

বাজারের এক ব্যবসায়ীর মাধ্যমে খুঁজে পায় মানসিক ভারসাম্যহীন অ’বস্থায় মা মেরিনা বেগমকে (৪৮)। দীর্ঘদিন পরে মাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে। রাত ৯টার দিকে ওই নারীকে শরণখোলা প্রেস’ক্লাবে নিয়ে এলে সকল তথ্য প্রমাণের ভিত্তিতে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ছেলের কাছে থাকা মায়ের জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে জানা যায়, পিরোজপুর জে’লার নেছারাবাদ উপজে’লার গগণ গ্রামে মেরিনা বেগমের

 

বাড়ি। স্বামীর নাম জাহা’ঙ্গীর হোসেন। ১৯৭২ সালের ২জুলাই তার জন্ম। ছেলে মেহেদী হাসান বলেন, দিনমজুর বাবা মা’রা যাওয়ার পর থেকেই মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তাদের তিন ভাইবোনকে রেখে হঠাৎ একদিন মা নিখোঁজ হয়। বরিশাল, খুলনা, বাগেরহাটসহ বিভিন্ন এলাকায় খুঁজেছি। ছয়মাস আগে আমা’দের এলাকার পরিচিত এক ব্যবসায়ী শরণখোলায় এসে মায়ের মতো

 

একজনকে দেখেছেন বলে জানান। খবর পেয়ে ওই সময়ও এসেছিলাম কিন্তু মাকে পাইনি। তখন তাফালবাড়ি বাজারের বাদল হাওলাদার নামের এক জুতার দোকানদারকে আমা’র মোবাইল নম্বর ও মায়ের ছবি দিয়ে গেছিলাম সন্ধান পেলে জানাতে। তিনি-ই মাকে দেখে আট’কে রেখে আমা’দের খবর দেন। পরে মামা মিন্টু বেপারীকে নিয়ে মায়ের কাছে আসি। ওই ব্যবসায়ীর কারণে আজ আমা’র মাকে ফিরে পেয়েছি। সন্ধানদাতা তাফালবাড়ি বাজারের জুতার ব্যবসায়ী মো. বাদল

 

 

হাও’লাদার বলেন, প্রায় তিন বছর ধরে ওই নারীকে তাফালবাড়ি বাজারে ঘোরাফেরা করতে দেখি। মানসিক ভারসাম্যহীন হলেও কখনও উ’চ্ছৃঙ্খল আচর করতে দেখিনি তাকে। প্রায়-ই আমা’র দোকানের সামনে এসে হাত পেতে দাঁড়িয়ে থাকতো। দু-এক টাকা দিলে চলে যেতো। ছেলের কাছে তার মাকে ফিরিয়ে দিতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে। মেরিনা বেগমর’ে ভাই মো. মিন্টু বেপারী হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেয়ে খুবই আনন্দিত। তিনি শরণখোলাবাসী প্রতি কৃ’তজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - স্বাস্থ্য

আপনার জন্য নির্বাচিত

জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ ব্যবহারের নির্দেশঃ হাইকোর্ট

দেশে খা’দ্যের অভাব হ’বে না : খাদ্যমন্ত্রী।

চরম সংকটে জীবন কাটছে কুড়িগ্রামের জেলে-মাঝিদের

হাঁ’টুপানিতে দাঁড়িয়েই ঈ’দের জা’মাত আদায়।

জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ডিএলআরসি অফিসের শ্রদ্ধা নিবেদন

ঈ’দের আগে চলছে না যা’ত্রীবাহী ল’ঞ্চ।

উড়ন্ত বিমানের উপর ৩ দিক থেকে বজ্রপাত, শেষ পরিণতি যা হলো।

আমাদের ঐক্যবদ্ধ হয়ে ‘মুসলমানদের শ’ত্রু’ ইসরাইলকে রুখতে হবে: মাহাথির।

মানুষের জন্য কাজ করতে চাই- বাবুল হাজী

মৃ’ত্যুর আগে ঘরে ছিটকিনি লাগালেন স্ত্রী-সন্তান, পানি চেয়েও পাননি সাহাব উদ্দিন আল্লাহ শত্রুকেও এমন মৃ’ত্যু যেন না দেন।

যত টাকা করে বৃদ্ধি পেলো সিগারেটের দাম এ