সব জল্পনার অ’বসান ঘটালেন তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর। দ্বিতীয় সন্তানের জন্য অ’পেক্ষার প্রহর গুনছেন দু’জনে। নিজেরাই এই সুখবর দিয়েছেন তারা।
সাইফ-কারিনা এক বিবৃতিতে বলেন, ‘খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের সংসারে নতুন মানুষ আসছে! ভক্ত ও শুভাকাঙ্ক্ষী সবাইকে ভালোবাসা ও পা’শে থাকার জ’ন্য ধন্যবাদ রইলো।’বেশ কিছুদিন ধরেই কারিনার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল হাওয়ায়।
কয়েকদিন আগে বেবোর বাবা রণধীর কাপুর বলেছিলেন, ‘খ’বরটা সত্যি হলে খুব খুশি হবো। একে অপরকে সঙ্গ দেওয়ার জন্য সংসারে দুটি বাচ্চা থাকা প্রয়োজন।
’সাইফ ও কারিনা ভা’লোবেসে ২০১২ সালে ঘর বাঁধেন। এর চা’র বছর পর তাদের ঘর আলো করে জন্ম নেয় তৈমুর। তার বয়স এখন সাড়ে তিন বছর। পাপারাজ্জিদের কাছে সে খুব প্রিয়।