আইসিটি বিভাগের এটুআই এর জুলাই ২০২০ মাসের ই-নথি কার্যক্রমের প্রকাশিত ফলাফলে দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে ভাটির রাণী খ্যাত কিশোরগঞ্জ জেলা।
শহর সমাজসেবা কর্মকর্তা, জনাব সিদ্দিকুর রহমান, জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই জেলায় অত্যন্ত সফলভাবে ই-নথি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষ যাতে সহজে তাদের সেবাটা পায়, এজন্যে জেলার প্রতিটি উপজেলায় ই-নথি কার্যক্রম জোরদার করা হয়েছে। তারই ফলস্বরূপ শহর সমাজসেবা অফিস এই চমকপ্রদ সাফল্য দেখিয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
‘দক্ষতার সাথে তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার সকল উপজেলায় অত্যন্ত জোরালোভাবে ই-নথি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
এর মাধ্যমে সবাই খুব সহজে এবং কম সময়ের মধ্যে সেবা পাচ্ছেন। এই প্রক্রিয়ার ভেতরে অত্যন্ত দক্ষতা ও সফলতার স্বাক্ষর রেখে শহর সমাজসেবা কার্যক্রম সারাদেশে প্রথম স্থান অর্জন করে গোটা জেলাবাসীর জন্য সম্মান বয়ে এনেছে, যা আগামী দিনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
সিদ্দিকুর রহমান
সমাজসেবা অফিসার শহর সমাজসেবা কার্যালয়
হারুয়া, কিশোরগঞ্জ