১৫ই আগস্ট ২০২০ সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় (জুম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ) প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। এছাড়াও উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), পুলিশ সুপার, কিশোরগঞ্জ, ডাঃ মোঃ মুজিবুর রহমান, সিভিল সার্জন, কিশোরগঞ্জ, অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, চেয়ারম্যান, জেলা পরিষদ, কিশোরগঞ্জ, অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, কিশোরগঞ্জ জেলা শাখা, অ্যাডভোকেট এম এ আফজল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কিশোরগঞ্জ জেলা শাখা, মোঃ পারভেজ মিয়া, মেয়র, কিশোরগঞ্জ পৌরসভা, অ্যাডভোকেট শাহ আজিজুল হক, পিপি ও সভাপতি, জেলা আইনজীবী সমিতি, কিশোরগঞ্জ, মোঃ আসাদ উল্লাহ, সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, কিশোরগঞ্জ।
এছাড়াও উক্ত আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগের প্রধানগণ, জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, জেলা মহিলা লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগসহ অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা।
আলোচনা অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।