শর্তপূরণ করায় নতুন করে আরও ৪টি শি’ক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করার সি’দ্ধান্ত নিয়েছে সরকার।
একইসঙ্গে শিক্ষা ম’ন্ত্রণালয় এই ৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বে’তন-ভাতা পরিশোদের নির্দেশ দিয়েছে।মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
নতুন এমপিওভুক্ত ৪ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩টি মাদরাসা ও একটি বিএম কলেজ রয়েছে।এই শিক্ষাপ্র’তিষ্ঠানগুলো হলো- কক্সবাজার সদর উপজেলার পি’এমখালী আদর্শ দাখিল মাদরাসা দাখিল স্তরে, চট্টগ্রামের চান্দগাঁও উপজেলার মজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসা আলিম স্তরে, নওগাঁর মান্দা উপজেলার আক্তার আলিম মাদরাসা আলিম স্তরে এবং শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধা’নশাইল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এইচএসসি বিজনেস ম্যানেজমেন্টের কম্পিউটার অপারেশন স্পেশালাইজেশনের এমপিওভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে কা’রিগরি ও মা’দরাসা শিক্ষা বিভাগ সূত্র জানিয়েছে, ৮৭টি রিভিউ আবেদন যাচাই বাছাইয়ের পর এই ৪টি প্রতিষ্ঠান শর্তপূরণ করেছে বলে তাদের এমপিওভুক্ত করার সুপারিশ করা হয়েছিল। সুপারিশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুমোদন দেন।