কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন আঙ্গরকান্দা গ্রামের আব্দুর রউফ এর মেয়ে নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মিতু আক্তার (১৭) বকাটের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়।
মঙ্গলবার (১১ আগষ্ট) বেলা ১১ টার দিকে কিশোরগঞ্জ জেলার নিকলী থানার সিংপুর পাথরকান্দি গ্রামের ফাইজুল ইসলামের বকাটে ছেলে নোভেল (২২) নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মিতু আক্তার (১৭) কে নিয়ামতপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ধারালো ছুরি দিয়ে ৮/৯ টি আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্কুল বন্ধ থাকায় পালিয়ে যেতে সহজ হয় বকাটে এই যুবকের। পরে স্থানীয় লোকজন মুমূর্ষ আবস্থায় উদ্ধার করে করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক রোগির অবস্থা গুরুতর দেখে উন্নিত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। তাহার অবস্থা আশংকা জনক।
কিশোরগঞ্জ পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)এর সার্বিক নিদের্শনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী’র নেত্বতেৃ এবং করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম থানার আরও কর্মকর্তা ও ফোর্সসহ বিশেষ তৎপরতায় ও ক্রমগত অভিযান চালিয়ে অতিঅল্প সময়ে মধ্যেই চাঞ্চলকর এই ঘটনার মূল আসামী বখাটে নোবেল (২২) কে ঘটনাস্থলের পার্শ্ববর্তী গ্রাম থেকে বিশেষ তৎপরতায় ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করিতে সক্ষম হয়।
বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জনমনে স্বস্তি বিরাজ করছে।