1. ashrafali.sohankg@gmail.com : aasohan : Ashraf Ali Sohan
  2. kgnewssumon@gmail.com : arsumon :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম:-
জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ ব্যবহারের নির্দেশঃ হাইকোর্ট ২৬ মার্চ উপলক্ষে মিঠামইনে মুক্তিযোদ্ধা আলী আজগর মেমোরিয়াল ফান্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প  কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উস্তাদ সুমন আহম্মেদ রঞ্জনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ২০ ফেব্রুয়ারি ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সংবাদ প্রকাশ করছে ঢাকা পোস্ট বইমেলায় শেখ সুমাইয়া সুলতানার বই ” কিছু বলতে চাই কিশোরগঞ্জে পালিত হলো জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এর দায়িত্ব গ্রহন করলেন ডাঃ হেলাল বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় থাকা যাবে না- শায়েখে চরমোনাই

রোনালদোকে কেনা সহজ হবে না বার্সার জন্য।

রিপোর্টার:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ১৭৫ সংবাদটি দেখা হয়েছে

লিওনেল মে’সির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই ক্লাবে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো- এমনটি ঘটলে কেমন দেখা যাবে? ফুটবল বিশ্বে আসলে এটা অলিক কল্পনা। এ দু’জনের কেউ কখনো একই ক্লাবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

আবার কেউ ক’খনো দায়িত্বও নেয়নি, দুই বনের দুই রাজাকে এক করার।যদিও কিছুদিন আগে থেকে শোনা যাচ্ছিল, এ’কসঙ্গে একই ক্লাবে খেলতে পারেন মেসি রোনালদো।

মেসি যখন বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে আসতে রাজি হননি, তখন গু’ঞ্জন বেড়ে যায় তার বার্সা ছাড়ার। তখনই শোনা গিয়েছিল, ইতালিয়ান জুভেন্টাস কি’নে নিতে পারে মেসিকে। সে ক্ষেত্রে মেসি-রোনালদো দু’জনই খেলতে পারেন একই ক্লাবের হয়ে।

এবার খোদ বার্সেলোনাতেই দুই বিশ্বসেরা ফুটবলারকে একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ, স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন শুরু হয়েছে, রোনালদোকে কে’নার প্রস্তাব দি’তে যাচ্ছে মেসির ক্লাব বার্সেলোনা।

স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ গুইলেম বালাগ এ নিয়ে মন্তব্য করার পর থে’কেই ইউরোপজুড়ে এখন আলোচনার বিষয়বস্তু, রোনালদোকে কিনতে পারে বার্সা।জুভেন্টাসে দু’র্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন রোনালদো।

জুভদের টানা নবম এবং নিজের টানা দ্বিতীয় সিরি-আ শিরোপা হাতে তুলে নিয়েছেন সিআর সেভেন। কিন্তু যেটা সবচেয়ে বেশি প্র’য়োজন জুভেন্টাসের, সেটাই আসছে না তাদের হাতে।

এবারও তাদের বিদায় ঘটেছে দ্বিতীয় রাউন্ড থেকে।জোড়া গোল ক’রেও রোনালদো নিজের দলকে তুলতে পারেননি পরের রাউন্ডে। যে কারণে চরম হতাশা প্রকাশ ক’রেন তিনি। একইসঙ্গে সতীর্থদের এটাও বলে দেন, আগামী মৌসুমে বাউন্সব্যাক করার জন্য।

যদিও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর জুভেন্টাস তাদের কোচ মা’ওরিসিও সারিকে বিদায় করে দিয়ে কোচ হিসেবে নিয়োগ দেয় আন্দ্রে পিরলোকে।তবে, জুভেন্টাস এরই মধ্যে রোনালদোকে বিক্রি ক’রার চিন্তা-ভাবনা শুরু করেছে বলে খবর প্রকাশ করছে ইউরোপিয়ান মিডিয়াগুলো।

কয়েকদিন আগেই জানা গেছে, রোনালদোকে কেনার সম্ভাব্য তালিকায় রয়েছে নেইমারের ক্লাব পিএসজিও।কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মি’উনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার প’র বার্সেলোনাকে ডেলে সাজানোর উদ্যোগ নেয়া হচ্ছে।

যার জরে ধরে এখন সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে কেনার চিন্তা ভাবনা শুরু করেছে বার্সা। এমনটাই জানালেন গুইলেম বালাগ।বিবিসি রেডিও-৫ কে দে’য়া সাক্ষাৎকারে বালাগ বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর পিএসজির সঙ্গে লিঙ্কআপের মূল কারণ কিন্তু পিএসজির আগ্রহে নয়, এটা হচ্ছে রোনালদোর এ’জেন্ট হোর্হে মেন্ডেজের তৎপরতা।

কারণ, মেন্ডেজকেই রোনালদো নির্দেশনা দিয়ে রেখেছেন, ভিন্ন কোনো ক্লাব খুঁজে বের করার জন্য।’পরক্ষণে বালাগ ব’লেন, ‘আমরা গত ৬ মাস ধরে দেখছি, মেন্ডেজ রি’য়াল মাদ্রিদের সঙ্গেও যোগাযোগ করছেন।

কিন্তু রিয়াল থেকে বলে দেয়া হয়েছে, রোনালদোকে ফেরানো তাদের পক্ষে সম্ভব নয়। এরপর নিউইয়র্কের এমএলএস লি’গের সঙ্গে যোগাযোগ রাখছেন মেন্ডেজ। এমনকি এটা খুব সম্ভব যে, যে কোনো ক্লাব থেকেই প্র’স্তাব আসতে পারে। এমনকি বার্সেলোনা থেকেও।

’বালাগ এরপর বলেন, ‘আমি নিশ্চিত নই যে, রোনালদোকে কিনতে খুব একটা সহজ হবে বার্সার জন্য। কারণ, অর্থ। এখনও ২৩ মিলিয়ন ইউরো উ’পার্জন করেন রোনালদো। এটা ছিল রিয়াল মাদ্রিদে। আ’মি মনে করি, জুভেন্টাসেও একই পারিশ্রমিক পাচ্ছে সে।

কে আছেন এমন যে এখন রোনালদোকে এতগুলো টাকা পারিশ্রমিক দিয়ে কিনে নেবে?’তবে যদি এতটাকা দিয়ে রোনালদোকে কিনতে আগ্রহীও হয় বার্সেলোনা, তাহ’লে সমস্যা বেধে যাবে অন্য জা’য়গায়। ন্যু ক্যাম্পে মেসি রোনালদো এক হলে, তখন সুপ্রিমো (মূল ব্যক্তি বা ক্লাবের পোস্টার বয়) কে? তা নিয়ে তৈরি হবে এক সংশয়।

রোনালদো না মেসি? এমন একটা পরিস্থিতির উদ্ভব হবে দেখেই হয়তো ইগো সমস্যার কারণে বার্সা যোগ দিতে চা’ইবেন না রোনালদো।তবে, তুমুল আলোচনা-স’মালোচনার পর গুইলেম বালাগ আবার ক্ষমা চাইলেন।

জা’নালেন, তা’র মন্তব্য আবার জুভেন্টাস ক্লাবের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ জুভদের সঙ্গে এখনও রোনালদোর চুক্তি রয়েছে ২ বছরের। সুতরাং, এখনই তিনি এমন কোনো মন্তব্য করতে চান না যেটা দিয়ে জুভেন্টাসের সমস্যা হয়।

Facebook Comments Box

খবরটি পছন্দ হলে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও খবর