কিশোরগঞ্জ জেলা, উপজেলা ও ইইউনিয়ন আওয়ামীগের নেতৃবৃন্দদেরকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাকালীন সময়ে সাধারণ মানুষের সাথে কাজ করার লক্ষ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ আগস্ট) রাতে জেলা শহরের খরমপট্টিস্থ নিজ বাসভবনে সদর উপজেলার ১১টি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে তৃনমূল কর্মীদের কাছে করোনাকালীন সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি আওয়ামীগের নানান বিষয়ে দিকনির্দেশনামূলক অনেক আলোচনা করা হয়।
সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছেন। করোনাকালীন সময়ে বাংলাদেশের অর্থনীতিতে যে ধাক্কা এসেছে তা অতি অল্প সময়ের মধ্যেই আমরা কাটিয়ে উঠবো। সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আমরা প্রতিদিন কাজ করছি। কারণ আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। জনগণই আমাদের শক্তি।
তৃনমূল কর্মীদের করোনাকালীন সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ মানুষের এম এ আমজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি অ্যাডভোকেট মো. আতাউর রহমান, কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির সদস্য-সচিব শেখ ফরিদ আহমেদ এবং সদর উপজেলার ১১টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা আওয়ামী, যুব লীগ, ছাত্রলীগের নেতাকর্মী।
এ সময় সৈয়দ আশফাকুল ইসলাম টিটু তার প্রয়াত ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আদর্শে তৃণমূল কর্মীদের নিয়ে অপশক্তির বিরুদ্ধে আমৃত্যু লড়ে যাবার কথাও বলেন।