বর্ষীয়ান রাজনীতিবিদ, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, নেত্রকোনা জেলা বারের সাবেক পাঁচবারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শাফায়েত আহমেদ খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে গতকাল রবিবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কোম্পানী কমান্ডারের দায়ীত্ব পালন করেছেন।
মরহুমের জামাতা কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিসিবি‘র পরিচালক সৈয়দ আশফাকুল ইসলামকে ব্যক্তিগত ভাবে ফোন করে শোক প্রকাশ করেছেন এবং খোঁজ খবর নিয়েছেন মহামান্য রাষ্টপতি এ্যাড. মো. আব্দুল হামিদ।
উল্লেখ্য বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম সহ অনেক গেরিলা যুদ্ধাকে প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন।
পরিবারের পক্ষ হতে মরহুমেরর আত্মার মাগফেরাত কামনা করেন।