কিশোরগঞ্জের কৃতিসন্তান, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন), ডা. মো. খায়রুল আলম বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি Acute myocardial infarction-এ আক্রান্ত হয়েছিলেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বৎসর। ডা. খায়রুল আলম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি তার পিতাকে হারান ।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র ছিলেন ।
কর্মজীবনে তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ, পাকুন্দিয়া এবং ভৈরবের ইউএইচএফপিও, চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ছিলেন । শেষে তাকে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) পদে পদায়ন করা হয়। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সে পদেই কর্মরত ছিলেন।