কিশোরগঞ্জে যাত্রা শুরু করেছে সোনালী আঁশ পাট দিয়ে তৈরি শূন্য থেকে পনেরো বছর বয়সের ছেলে মেয়েদের অত্যাধুনিক ও পরিবেশ বান্ধব পোশাকের ফ্যাশন হাউজ “পাট সুতা গার্মেন্টস লিমিটেড“।
কিশোরগঞ্জের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঈশাখাঁ রোড রথখলায় ঈশাখাঁ শপিং কমপ্লেক্সের ২য় তলা গড়ে উঠেছে রুচিশীল পরিবারের একমাত্র পরিবেশ বান্ধব পোশাকের এই শো-রুমটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর/২০) দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানটিতে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। তরুন ব্যবসায়ীর রুচিশীল চিন্তা ধারায় কিশোরগঞ্জে এই প্রথম যাত্রা শুরু করে ভিন্ন ধরনের পোশাকের সমাহার নিয়ে পাট সুতা গার্মেন্টেস লিমিটেড এর পথ চলা।
ফ্যাশন হাউজ ‘পাটসুতা গার্মেন্টস লিমিটেড’ এর ব্যবসায়ীক অংশীদার মো. আশরাফ আলী, মাহবুব আলম ও মোজাহিদুল ইসলাম ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।
বিশেষ করে এখানে পাটজাত কাপড়ে তৈরি বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় পোশাক ছাড়াও অন্যান্য পোশাকেরও বিপুল সম্ভার রয়েছে।