করিমগঞ্জে আনসার-ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণের সনদ বিতরণ
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নে আনসার ভিডিপি’র গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় সুতারপাড়া ইউনিয়নের উত্তর গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ভাতা বিতরণ করা হয়েছে।
১০ দিনের মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ, ৫শ’ টাকার শেয়ারসহ মোট ১ হাজার ৫শ’টাকা করে সদস্যপ্রতি বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেন।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বখতিয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আনসার ভিডিপি’র প্রশিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক শেখ আবুল মনসুর লনু, হাবিবুর রহমান বিপ্লব, আলী রেজা সুমন, আনসার ভিডিপির ইউনিয়ন দলনেতা আবু সাইদ, দলনেত্রী মাহমুদা সেলিনা খাতুন প্রমুখ।
জেলা আনসার কমান্ড্যান্ট জে এম ইমরানের তত্ত্বাবধানে ও নির্দেশনায় ১০ দিন ব্যাপি এ অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক সম্পন্ন হয়েছে।
আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণার্থী নারী-পুরুষ ৬৪ জনের হাতে সনদ ও ভাতা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেন।
তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা করেন । চলমান করোনা সচেতনতায় কাজ করতে আনসার ভিডিপির সদস্যদের উদ্ভুদ্ধ করেন।