আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) করিমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মতিউর রহমান।সাধারন সম্পাদক শামসুজ্জামান আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিহাব উদ্দিন, সািইদুর রহমান, শামীম ভূঞা, মোশাররফ হোসেন প্রমূখ।
‘ভবিষ্যতের সংকট মোকাবিলায় শিক্ষকসমাজ’ এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে।
জাতীয়করণের দাবিতে আহ্বানকৃত বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের সমাবেশে কেন্দ্রীয় শিক্ষক নেতৃবৃন্দের সাথে ভার্চু্য়্যালি যুক্ত হয়ে একাত্বতা প্রকাশ করেন।
তারা মুজিববর্ষকে অবিস্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন তথা শিক্ষাব্যবস্থা অবিলম্বে জাতীয়করণ ঘোষণা করতে দাবি জানান।