করিমগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তায় র্যালি শেষে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।
এতে প্রধান অতিথি হিসেবে করিমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম দুলাল ও প্রধান আলোচক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আশরাফ হোসেন পাভেল, সদস্য সচিব হারুন সরকার, উপজেলা বিএনপির অন্যতম সদস্য আবদুল আহাদ, হারুন অর রশিদ, হাবিবুর রহমান বিপ্লব প্রমুখ।
উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব শিহাব উদ্দিন হানিফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক কনক, আলমগীর হোসেন আলম, মোঃ হান্নান মিয়া, মোকসেদুল মমিন সবুজ, সারোয়ার হোসেন মাহফুজ, নূরে আলম রাসেল, ফাইজুল ইসলাম সুজন, ইসমাইল হোসেন সিরাজী, রেজাউল করিম রকি, হিমেল আহমেদ হিমু, শরিফ উদ্দিন, শামসুজ্জামান সানি, মোতাকাব্বির আজাদ,কবির হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক রাশেদ আল রশিদ ও সদস্য সচিব আমিনুল ইসলাম এবি প্রমুখ।
এ সময় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত স্থায়ী জামিন এবং তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান।
বক্তাগণ সাবেক শিক্ষা মন্ত্রী ড. এম ওসমান ফারুকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগেরও প্রতিবাদ জানান।