কিশোরগঞ্জে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২০ অক্টোবর) ফ্যামিলি টাইসের উদ্যোগে জেলা শহরের একরামপুরে নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক পৌর কাউন্সিলর হাসিনা হায়দার চামেলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, ফ্যামিলি টাইসের নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকি প্রমুখ।
বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে কারসাজি করে খাদ্য দ্রব্যের দাম বাড়িয়ে দেন। ফ্যামিলি টাইসের এক প্রতিবেদনে বলা হয়, দরিদ্র জনগোষ্ঠি পরিমাণমত ও পুষ্টি গুণসম্পন্ন খাদ্য পায় না। আর সেই কারণেই বাংলাদেশের সকল মানুষের জন্য খাদ্য অধিকার আইন করার জন্য জনমত তৈরি, আইন প্রণেতা, জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে সংবেদনশীলতা তৈরির জন্য অক্টোবর মাস জুড়ে দেশব্যাপী প্রচারাভিযান চলছে। করোনা কালে আয় হারিয়ে দেশে নতুন করে ৩ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার মানুষ দরিদ্র হয়ে পড়েছে। এখন দেশে সব মিলিয়ে প্রায় ৭ কোটি মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের জন্য খাদ্য অধিকার আইন জরুরি হয়ে পড়েছে। সভায় ফ্যামিলি টাইসের সদস্যগণ উপস্থিত ছিলেন।