ভার্সিটি কোচিং করতে এসেছিল নিকলী উপজেলার কিশোরগঞ্জে কলেজ ছাত্র ফারহান মাসুদ বিজয় (২২)। তার আর ভার্সিটিতে পড়া হলো না। নিহত বিজয় কে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গত বুধবার (১১ নভেম্বর) রাতে নিহত বিজয়ের পিতা আব্দুর রহমান বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় নয় জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় কিশোরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর একেএম ইয়াকুব সুমন (৪০) কে প্রধান আসামি করা হয়েছে।
ঘটনার দিন সোমবার (৯ নভেম্বর) রাতে কাউন্সিলর একেএম ইয়াকুব সুমনসহ তিনজনকে আটক করেছিল কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। তাদের মধ্যে দুইজনকে এই মামলায় আসামি করা হয়েছে। তারা হলেন, কাউন্সিলর একেএম ইয়াকুব সুমন(৪০) ও মনির (২২)। মনির শহরের আখড়াবাজার এলাকার মৃত ইদ্রিছ মিয়ার পুত্র।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানান, ফারহান মাসুদ বিজয় হত্যার ঘটনায় নিহতের পিতা আব্দুর রহমান বাদী হয়ে বুধবার (১১ নভেম্বর) রাতে থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের মধ্যে কাউন্সিলর একেএম ইয়াকুব সুমন ও মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।