করিমগঞ্জ ইউএনও অফিসের সামনে থেকে মাদকাসক্ত যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে শাস্তি
শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনের গোল ঘরে গাঁজা সেবনরত অবস্থায় এক যুবককে আনসার সদস্যরা আটক করে।
আনসারের এপিসি ইসমাইলের নেতৃত্বে আনসার সদস্য কামরুল, ফারুক, জাহিদ ও সাজ্জাদ গাঁজা সেবন অবস্থায় তিন জনকে দাওয়া দিলে গাঁজার পুরিয়াসহ আরমান (২৮) নামে এক যুবককে আটক করে।
ধৃত আরমানের সাথের অপর দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত আরমান (২৮) কাদিরজঙ্গল ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের পুত্র।
উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেন ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবন ও বহনের অপরাধে ছয় মাসের সাজা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বখতিয়ার হোসেন জানান, আনসার সদস্যদের সাহসী পদক্ষেপ ও তৎপরতায় মাদকাসক্ত যুবক কে আটক করেতে পেরেছে। মাদক, চুরি-চিনতাই বা যে কোন নাশকতা ও বিশৃঙ্খলা রুকে দিতে আনসার সদস্যরা জীবন বাজি রেখে কাজ করে যাবে।