গত ২ ডিসেম্বর র্যাব-১৪ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দল”এর সক্রিয় সদস্য হুমায়ুন কবির ইমনকে বিপুল পরিমাণ উগ্রবাদী লিফলেটসহ আটক করে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
(৮ ডিসেম্বর) মঙ্গলবার কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: মিজানুর রহমানের ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত GR-1 এর সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরী ৪ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মো: নজরুল ইসলাম GRO-1 কিশোরগঞ্জ সদর বিষয়টি নিশ্চিত করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী জঙ্গি সংগঠনে হুমায়ুন কবির ইমন এর সাথে আর কে কে জড়িত আছে এবং কারা এই সংগঠন পরিচালনা করছে তা জানার জন্যই রিমান্ডের আবেদন করা হয় এবং চার দিনের আবেদন মঞ্জুর করেন আদালত।