সাম্প্রদায়িক সহিংসতা ও হত্যা, মঠ, মন্দির, বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট, নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখা। গতকাল রবিবার (২৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে সংগঠনটি। বাংলাদেশ মহিলা পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. মায়া ভৌমিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি শাহ আজিজুল হক, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক এ্যাড. গাজী এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, লিগ্যাল এইড সম্পাদক এ্যাড. হামিদা বেগম, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক এ্যাড. প্রতিভা শীল, সদস্য কোহিনূর আফজল, কেয়ার কর্মকর্তা কামরুন্নাহার, জেলা উদিচির সভাপতি ফিরোজ উদ্দিন ভূঞা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দেবনাথ প্রমুখ।
বক্তারা এ ঘটনার জড়িত প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।