কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া গ্রামের কলাপাড়া ইয়ংম্যান্স ক্লাবের উদ্যোগে কলাপাড়া ইয়ংম্যান্স ক্লাব বনাম কলাপাড়া টাইগার ক্লাব দলের মধ্যকার মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ রোডের কলাপাড়া মোড় সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন কলাপাড়া ইয়ংম্যান্স ক্লাবের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মাহফুজুর রহমান বাপ্পি।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাবসায়ী মহসিন আালী দুলাল, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির ,শরিফুল আলম, মোঃ সবুর, বাবু ও ছালাম প্রমুখ।
শেষ পর্যন্ত ট্রাইব্রেকারের মাধ্যমে ৩-১ গোলে কলাপাড়া টাইগার ক্লাবকে পরাজিত করে কলাপাড়া ইয়ংম্যান্স ক্লাব বিজয়ী হন।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি তুলে দেন উক্ত খেলার সভাপতি মাহফুজুর রহমান বাপ্পি।