আজ ১ জানুয়ারি; কিশোরগঞ্জের গর্ব, ভাটির শার্দুল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এ্যাড. মোঃ আব্দুল হামিদ এঁর ৭৯তম জন্মদিন।
এ উপলক্ষে দিনের প্রথম প্রহরেই জাঁকজমকপূর্ণ পরিবেশে সদর পৌরসভা চত্ত্বরে ৭৯ পাউন্ড কেক খেটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি’র জন্মদিন পালিত হয়েছে।
কিশোরগঞ্জ সদর পৌর মেয়র মাহমুদ পারভেজ এর আয়োজনে জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ আফজাল, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু সহ আওয়ামী লীগের অন্যন্যা নেত্রীবৃন্দ, পৌরসভার কাউন্সিল, কর্মকর্তা, কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অনেকেই।
মহামান্য রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বিনা মূল্যে রক্ত পরীক্ষা ব্যবস্থা করেন মেয়র মাহমুদ পারভেজ।
মহামান্য এ্যাড. মোঃ আব্দুল হামিদ এঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। এবং তাঁর পরিবারে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।