সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কিশোরগঞ্জ সদর মডেল থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ দাউদ। শনিবার বিকাল চারটার সময় থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে অফিসার ইনচার্জ মোঃ দাউদ বলেন, পুলিশ এবং সাংবাদিকদের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক থাকলে কিশোরগঞ্জ সদর এলাকার সকল অনৈতিক কাজ নির্মূল করা সম্ভব হবে। তিনি আরও বলেন, আমার মোবাইল শুধু সাংবাদিকদের জন্যই না সাধারণ মানুষের জন্যও সব সময় খোলা, প্রয়োজনে যখন খুশি আমাকে ফোন করলে আমি রিসিভ করবো। সাংবাদিকদের মাঝে অনেকেই নানান দিক নির্দেশনামূলক মত প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (অপারেশন) তরিকুল ইসলাম, ইন্সপেক্টর (ইন্টিলিজেন্স এন্ড সিপি) আক্তারুজ্জামান খান সহ পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সাংবাদিক নেত্রীবৃন্দ।