শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে মুশুলী ইউনিয়নের মুরাগালা কনের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার শিংরইল ইউনিয়নের মহাবইল গ্রামের দুলাল মিয়ার ছেলে বর মো. শাহ আলম নান্দাইল উপজেলার শিংরইল ইউনিয়নের বাসিন্দা।
কনের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের (জামতলা) মুরাগালা গ্রামের মৃত আফাজ মিয়ার তৃতীয় কন্যা।
বিয়েতে খাবার শেষে এলাকার মুরুব্বিদের উপস্থিতিতে বিয়ে পড়ানোর কাজ সম্পন্ন করে বরপক্ষ পান সুপারি কম দেয়া নিয়ে কনেপক্ষ আর বরপক্ষের বাগবিতণ্ডার একপর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরপক্ষের ২ জন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কিশোরগঞ্জে চিকিৎসাধীন আছেন।
বরের বাবা দুলাল মিয়া বলেন, আমি যতেষ্ট পরিমাণ পান সুপারি এনেছিলাম। তবুও আমাকে এসে কনের চাচাতো ভাই কম আনার কথা বলেই মারতে শুরু করে।
কনে পক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে নারাজ।